ভারতের জলসেচ
📕প্রশ্ন:১
ভারতের দীর্ঘতম সেচখালটি হল :
(a) ইডেন খাল
(b) সারদা খাল
(c) পশ্চিম যমুনা খাল
উত্তর: সারদা খাল ।
📕প্রশ্ন:২
হীরাকুঁদ প্রকল্প :
(a) তুঙ্গভদ্রা নদীর ওপর কার্যকর করা হয়েছে
(b) নর্মদা নদীর ওপর কার্যকর করা হয়েছে
(c) মহানদী নদীর ওপর কার্যকর করা হয়েছে
উত্তর: মহানদী নদীর ওপর কার্যকর করা হয়েছে।
📕প্রশ্ন:৩
রামগঙ্গা নদী প্রকল্পটি :
(a) বিহার রাজ্যে অবস্থিত
(b) উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত
(c) উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত
উত্তর: উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ।
📕প্রশ্ন:৪
ভারতের দীর্ঘতম নদী বাঁধটি হল :
(a) হীরাকুঁদ
(b) ভাকরা-নাঙ্গাল
(c) পিপরি
উত্তর: হীরাকুঁদ ।
📕প্রশ্ন:৫
ভারতে সেচ প্লাবিত জমিতে প্রথম স্থান অধিকার করে :
(a) পাঞ্জাব রাজ্য
(b) হরিয়ানা রাজ্য
(c) উত্তরপ্রদেশ রাজ্য
উত্তর: পাঞ্জাব রাজ্য ।
📕প্রশ্ন:৬
ভারতের উচ্চতম বাঁধটির নাম :
(a) হীরাকুঁদ
(b) ভাকরা-নাঙ্গাল
(c) সংগমেশ্বর
উত্তর: ভাকরা-নাঙ্গাল ।
📕প্রশ্ন:৭
ভারতে জলসেচ বেশি হয় :
(a) কূপ ও নলকূপের মাধ্যমে
(b) খালের মাধ্যমে
(c) জলাশয়ের মাধ্যমে
উত্তর: খালের মাধ্যমে ।
📕প্রশ্ন:৮
ভারতের সেচ প্লাবিত কৃষিজমির সর্বাধিক অংশে যে পদ্ধতির মাধ্যমে জলসেচ করা হয় তা হল :
(a) কূপ
(b) নলকূপ
(c) খাল
উত্তর: খাল ।
📕প্রশ্ন:৯
জলাশয়ের সাহায্যে জলসেচের প্রচলন বেশি :
(a) উত্তর ভারতে
(b) দক্ষিণ ভারতে
(c) মধ্য ভারতে
উত্তর: দক্ষিণ ভারতে ।
📕প্রশ্ন:১০
ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল :
(a) ভাকরা-নাঙ্গাল
(b) ডি.ভি.সি
(c) মহানদী
উত্তর: ভাকরা-নাঙ্গাল ।
Comments
Post a Comment