মৌলিক অধিকার ও কর্তব্য
➤➤প্রশ্ন:১
সম্পত্তির অধিকার একটি —
(a) সামাজিক অধিকার
(b) পৌর অধিকার
(c) রাজনৈতিক অধিকার
(d) অর্থনৈতিক অধিকার
উত্তর: D
➤➤প্রশ্ন:২
কীরূপ অধিকার অ-হস্তান্তরযােগ্য ?
(a) মানবাধিকার
(b) নৈতিক অধিকার
(c) সামাজিক অধিকার
(d) আইনগত অধিকার
উত্তর: A
➤➤প্রশ্ন:৩
মানবাধিকারের প্রকৃতি হল—
(a) সর্বজনীন
(b) আঞ্চলিক
(c) রাষ্ট্রীয়
(d) সামাজিক
উত্তর: A
➤➤প্রশ্ন:৪
কীরূপ অধিকারের ঘােষণাপত্র আদালতগ্রাহ্য নয় ?
(a) মৌলিক অধিকারের
(b) মানবাধিকারের
(c) সাংবিধানিক অধিকারের
(d) আইনগত অধিকারের
উত্তর: B
➤➤প্রশ্ন:৫
মানবাধিকার তদারকির জন্য আছে—
(a) আন্তর্জাতিক আদালত
(b) মানবাধিকার কমিশন
(c) নিরাপত্তা পরিষদ
(d) সাধারণ সভা
উত্তর: B
➤➤প্রশ্ন:৬
সব অধিকারের উৎস হল—
(a) রাষ্ট্র
(b) সরকার
(c) সমাজ
(d) প্রতিষ্ঠান
উত্তর: A
➤➤প্রশ্ন:৭
বার্কার তাঁর অধিকারের ধারণায় ক-টি শর্ত উল্লেখ করেছেন ?
(a) ২ টি
(b) ৩ টি
(c) ৪ টি
(d) ৫ টি
উত্তর: A
➤➤প্রশ্ন:৮
“আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরকে অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত রয়েছে"—কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) বার্কার
(c) মিল
(d) বেন্থাম
উত্তর: A
➤➤প্রশ্ন:৯
মানবাধিকার হল ‘মনুষ্য প্রজাতির অধিকার’—কে বলেছেন ?
(a) ড. উপেন্দ্র বক্সি
(b) দুর্গাদাস বসু
(c) ড. আম্বেদকর
(d) পণ্ডিত নেহরু
উত্তর: A
➤➤প্রশ্ন:১০
ভারতের সংবিধান সুনিশ্চিত করে না—
(a) সাম্যের অধিকার
(b) স্বাধীনতার অধিকার
(c) শােষণের বিরুদ্ধে অধিকার
(d) কর্মের অধিকার
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৩[PREV]
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৫[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment