ভারতের মৃত্তিকা
📕প্রশ্ন:১
ভারতের মৃত্তিকাকে প্রধানত ভাগ করা যায় :
(a) চার ভাগে
(b) আট ভাগে
(c) পাঁচ ভাগে
উত্তর: আট ভাগে ।
📕প্রশ্ন:২
উষ্ণ আর্দ্র জলবায়ুতে ধৌত প্রক্রিয়ায় সৃষ্টি হয় :
(a) লােহিত মাটি
(b) ল্যাটেরাইট মাটি
(c) রেগুর মাটি
উত্তর: ল্যাটেরাইট মাটি ।
📕প্রশ্ন:৩
ভারতে মৃত্তিকা ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হল :
(a) জলপ্রবাহ
(b) কীটনাশকের ব্যবহার
(c) আবহবিকার
উত্তর: জলপ্রবাহ ।
📕প্রশ্ন:৪
বিভিন্ন নদীর মােহনা অঞ্চলে :
(a) পাললিক মৃত্তিকা দেখা যায়
(b) হিউমাস মৃত্তিকা দেখা যায়
(c) লবণাক্ত মৃত্তিকা দেখা যায়
উত্তর: লবণাক্ত মৃত্তিকা দেখা যায় ।
📕প্রশ্ন:৫
ভারতের অন্যতম মৃত্তিকা গবেষণাগারটি :
(a) কলকাতায় অবস্থিত
(b) দেরাদুনে অবস্থিত
(c) জয়পুরে অবস্থিত
উত্তর: দেরাদুনে অবস্থিত ।
📕প্রশ্ন:৬
পডসল মৃত্তিকা দেখা যায় :
(a) আরাবল্লী পর্বতে
(b) নীলগিরি পর্বতে
(c) বিন্ধ্য পর্বতে
উত্তর: নীলগিরি পর্বতে ।
📕প্রশ্ন:৭
মেঘালয় মালভূমি অঞ্চলে :
(a) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়
(b) পিট মৃত্তিকা দেখা যায়
(c) পাললিক মৃত্তিকা দেখা যায়
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ।
📕প্রশ্ন:৮
গ্রানাইট ও নিস্ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় :
(a) ল্যাটেরাইট মাটি
(b) লাল মাটি
(c) রেগুর মাটি
উত্তর: লাল মাটি ।
📕প্রশ্ন:৯
ভুর মৃত্তিকা :
(a) মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখা যায়
(b) নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখা যায়
(c) উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখা যায়
উত্তর: উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখা যায় ।
📕প্রশ্ন:১০
কেরালা,পশ্চিমবঙ্গ,ওড়িশা,তামিলনাড়ু ও অন্ধপ্রদেশের উপকূল অংশের জলাভূমিতে :
(a) পিট মৃত্তিকা দেখা যায়
(b) হিউমাস মৃত্তিকা দেখা যায়
(c) খাদার মৃত্তিকা দেখা যায়
উত্তর: পিট মৃত্তিকা দেখা যায় ।
🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍
👉ভারতের মৃত্তিকা - সেট ২[NEXT]
🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍
Comments
Post a Comment