সরকারের বিভিন্ন রূপ
⮞⮞প্রশ্ন:১
ভারতে আইন প্রণয়নের ক্ষমতা ক-টি তালিকার মাধ্যমে বণ্টিত রয়েছে ?
(a) ২ টি
(b) ৩ টি
(c) ৪ টি
(d) ৫ টি
উত্তর: B
⮞⮞প্রশ্ন:২
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়েছে কোন্ ব্যবস্থায় ?
(a) এককেন্দ্রিক
(b) রাষ্ট্রপতি-শাসিত
(c) সংসদীয়
(d) মন্ত্রীপরিষদ-শাসিত
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৩
অ্যারিস্টটল সংখ্যাগত দিক থেকে শাসনব্যবস্থাকে কটি শ্রেণিতে ভাগ করেছেন ?
(a) ২ টি
(b) ৩ টি
(c) ৪ টি
(d) ৫ টি
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৪
নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান রয়েছেন কোন্ ব্যবস্থায় ?
(a) এককেন্দ্রিক
(b) সংসদীয়
(c) মন্ত্রীপরিষদ-শাসিত
(d) রাষ্ট্রপতি-শাসিত
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৫
এককেন্দ্রিক শাসনব্যবস্থায় প্রাধান্য রয়েছে—
(a) রাজ্য সরকারের
(b) কেন্দ্র-শাসিত অঞ্চলের
(c) কেন্দ্র ও রাজ্য উভয়েরই
(d) সর্বত্র কেন্দ্রীয় সরকারের
উত্তর: D
⮞⮞প্রশ্ন:৬
কোন ব্যবস্থায় আঞ্চলিক স্বায়ত্তশাসনের সুযােগ আছে ?
(a) এককেন্দ্রিক
(b) যুক্তরাষ্ট্রীয়
(c) স্বৈরতান্ত্রিক
(d) সমাজতান্ত্রিক
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৭
বর্তমান ভারতে অঙ্গরাজ্যগুলির সংখ্যা—
(a) ২৫
(b) ২৭
(c) ২৮
(d) ২৯
উত্তর: C
⮞⮞প্রশ্ন:৮
ভারতে ‘জাতীয় রাজধানী অঞ্চল’ রয়েছে—
(a) ১ টি
(b) ২ টি
(c) ৩ টি
(d) ৪ টি
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৯
ভারতে জরুরি অবস্থা জারি করে—
(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) সুপ্রিমকোর্ট
(d) মন্ত্রীপরিষদ
উত্তর: B
⮞⮞প্রশ্ন:১০
ভারতে কীরূপ সরকার বর্তমান ?
(a) রাষ্ট্রপতি-শাসিত
(b) কেন্দ্র-শাসিত
(c) সংসদীয়
(d) এককেন্দ্রিক
উত্তর: C
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
👉সরকারের বিভিন্ন রূপ সেট ৪[PREV]
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
Comments
Post a Comment