আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
বর্তমান কালের আধুনিক মানবকে বলা হয়—
(a) রােডেশীয় মানব
(b) পিকিং মানব
(c) রামাপিথেকাস মানব
(d) হােমাে স্যাপিয়েন্স মানব
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:২
কোন্ যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ’ নামে অভিহিত করা হয় ?
(a) প্রাচীন প্রস্তর যুগকে
(b) মধ্য প্রস্তর যুগকে
(c) নব্য প্রস্তর যুগকে
(d) তাম্র প্রস্তর যুগকে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
প্রস্তর যুগের প্রাথমিক পর্ব হল—
(a) প্রাচীন প্রস্তর যুগ
(b) নব্য প্রস্তর যুগ
(c) মধ্য প্রস্তর যুগ
(d) তুষার যুগ
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
প্রস্তর যুগ যে কয়টি ভাগে বিভক্ত তা হল—
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) পাঁচটি
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
ক্ষুদ্রাশ্মীয় (Microlithic) যুগ বলা হয়—
(a) প্রাচীন প্রস্তর যুগকে
(b) মধ্য প্রস্তর যুগকে
(c) নব্য প্রস্তর যুগকে
(d) তাম্র-ব্রোঞ্জ যুগকে
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
কোন্ যুগে কুমােরের চাকা ব্যবহার শুরু হয় ?
(a) প্রাচীন প্রস্তর যুগে
(b) মধ্য প্রস্তর যুগে
(c) নব্য প্রস্তর যুগে
(d) তাম্র প্রস্তর যুগে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
কোন্ যুগে ডাইনােসােরদের আবির্ভাব ঘটেছিল ?
(a) আর্কিওজোয়িক যুগে
(b) প্রােটোরােজোয়িক যুগে
(c) মেসােজোয়িক যুগে
(d) প্যালিওজোয়িক যুগে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবিকা ছিল—
(a) পশু শিকার
(b) মাছ ধরা
(c) পশুপালন
(d) চাষ-আবাদ
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
মধ্য প্রস্তর যুগের মানুষ—
(a) পাথরের তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত
(b) বৃহদাকার হাতিয়ার ব্যবহার করত
(c) ধাতুর হাতিয়ার তৈরি করত
(d) ব্রোঞ্জের হাতিয়ার তৈরি করত
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
বর্তমান যুগ কোন্ যুগের অন্তর্গত ?
(a) প্লেইস্টোসিন
(b) হােলােসিন
(c) প্লায়ােসিন
(d) মায়ােসিন
উত্তর: B
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৮[PREV]
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ১০[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment