বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্নঃ১
'নেভিগেশন অ্যাক্ট ' পাশ হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
উঃ
১৬৬০ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ২
অ্যাসাইনেট কার নাম ?
উঃ
ফরাসী কাগজ নােট - এর নাম ।
✶✶✶প্রশ্নঃ৩
‘ ইউরােপীয় শক্তি সমবায় ” কবে গঠিত হয় ?
উঃ
১৮১৫ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৪
ফ্রিডারিশ লিস্ট কে ছিলেন ?
উঃ
জার্মানীর বিখ্যাত অর্থনীতিবিদ ।
✶✶✶প্রশ্নঃ৫
১৮৪৮ খ্রিস্টাব্দ-কে কিসের বৎসর বলা হয় ?
উঃ
বিপ্লবের ।
✶✶✶প্রশ্নঃ৬
লুই কসুথ কে ছিলেন ?
উঃ
একজন হাঙ্গেরীয়ান নেতা ।
✶✶✶প্রশ্নঃ৭
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল ?
উঃ
ইংল্যান্ড , ফ্রান্স , রাশিয়া , ইতালী , রুমানিয়া , চীন , জাপান , পর্তুগাল প্রভৃতি রাষ্ট্র মিত্রশক্তি নামে পরিচিত ছিল ।
✶✶✶প্রশ্নঃ৮
বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন ?
উঃ
দ্বিতীয় নিকোলাস ।
✶✶✶প্রশ্নঃ৯
' Mein Kampf ' গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ
হিটলার ।
✶✶✶প্রশ্নঃ ১০
রাশিয়ার নির্বাচিত প্রতিনিধি সভা কি নামে পরিচিত ছিল ?
উঃ
ডুমা ।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
👉পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
👉পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
উঃ
ডুমা ।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
👉পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
👉পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment