বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্নঃ১
পূর্ণ চুক্তি কবে কাদের মধ্যে হয় ?
উঃ
১৯৩২ সালে গান্ধিজির সঙ্গে অনুন্নত নেতা ড . বি . আর , আম্বেদকরের মধ্যে এই চুক্তি হয় ।
✶✶✶প্রশ্নঃ২
কোন বছর চৌরীচৌরা ঘটনা ঘটেছিল ?
উঃ
১৯২২ খ্রিস্টাব্দে চৌরী চৌরা ঘটনাটি ঘটেছিল ।
✶✶✶প্রশ্নঃ৩
রসিদ আলি দিবস কবে পালিত হয় ?
উঃ
১৯৪৬ খ্রিঃ ১৩ ফেব্রুয়ারী রসিদ আলি দিবস পালিত হয় ।
✶✶✶প্রশ্নঃ৪
লর্ড ওয়াভেল কে ?
উঃ
লর্ড ওয়াভেল ছিলেন ভারতের বড়লাট ।
✶✶✶প্রশ্নঃ৫
তেভাগা আন্দোলনের একজন নেতার নাম কর ?
উঃ
গুরুদাস তালুকদার ।
✶✶✶প্রশ্নঃ৬
প্রত্যক্ষ সংগ্রাম কবে শুরু হয় ?
উঃ
১৯৪৬ সালে ১৬ই আগস্ট প্রত্যক্ষ আন্দোলন শুরু হয় ।
✶✶✶প্রশ্নঃ৭
ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন ?
উঃ
পেথিক লরেন্স , স্ট্যাফোর্ড ফ্রিপস এবং জে . আলেকজান্ডার ।
✶✶✶প্রশ্নঃ৮
মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘােষিত হয় ?
উঃ
১৯৪৭ সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘােষিত হয় ।
✶✶✶প্রশ্নঃ৯
স্বাধীন ভারতের প্রথম / শেষ গর্ভনর জেনারেল কে ছিলেন ?
উঃ
মাউন্ট বাটেন প্রথম জেনারেল এবং চক্রবর্তী রাজা গােপালচারী শেষ গর্ভনর জেনারেল ।
✶✶✶প্রশ্নঃ১০
সংবিধান সভা কী ?
উঃ
সমগ্র দেশবাসীর হয়ে যে প্রতিনিধি সংস্থা সংবিধান রচনা করে সেই প্রতিনিধমূলক সংস্থাকে বলে সংবিধান সভা ।
উঃ
সমগ্র দেশবাসীর হয়ে যে প্রতিনিধি সংস্থা সংবিধান রচনা করে সেই প্রতিনিধমূলক সংস্থাকে বলে সংবিধান সভা ।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment