সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✸✸✸প্রশ্ন:১
একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে কোন্ ধরনের জীবন সংগ্রাম ঘটে ?
উত্তর: একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে অন্তঃপ্রজাতিক (Intraspecific) জীবন সংগ্রাম ঘটে।
✸✸✸প্রশ্ন:২
উদ্ভিদবিদ্যার কোন্ শাখাটিকে উদ্ভিদের ভৌগােলিক বিস্তার সম্পর্কে অধ্যয়ন করা যায় ?
উত্তর: উদ্ভিদ বিদ্যার ফাইটোজিওগ্রাফি (Phytogeography) নামক শাখাটিতে উদ্ভিদের ভৌগােলিক বিস্তার সম্পর্কে অধ্যয়ন করা যায়।
✸✸✸প্রশ্ন:৩
কোন্ প্রাকৃতিক ঘটনার জন্য জৈববিবর্তন ঘটে ?
উত্তর: পরিব্যক্তি বা মিউটেশনের (Mutation) জন্য জৈব বিবর্তন ঘটে।
✸✸✸প্রশ্ন:৪
“ব্যবহার ও অব্যবহারের নীতি” কোন্ বিজ্ঞানী উপস্থাপন করেন ?
উত্তর: বিজ্ঞানী ল্যামার্ক “ব্যবহার ও অব্যবহারের নীতি” উপস্থাপন করেন।
✸✸✸প্রশ্ন:৫
প্রাকৃতিক নির্বাচনের একক (Unit) কী ?
উত্তর: প্রাকৃতিক নির্বাচনের একক হল একক জীব বা Individual।
✸✸✸প্রশ্ন:৬
দাঁতযুক্ত একটি জীবাশ্ম পাখির নাম লেখাে।
উত্তর: দাঁতযুক্ত একটি জীবাশ্ম পাখি হল আর্কিওপটেরিক্স।
✸✸✸প্রশ্ন:৭
ল্যামার্কের মতে বর্তমান জিরাফের লম্বা গলাযুক্ত হওয়ার কারণ কী ?
উত্তর: ল্যামার্কের মতে বর্তমান জিরাফের লম্বা গলাযুক্ত হওয়ার কারণ হল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ঘটনা।
✸✸✸প্রশ্ন:৮
জৈব বিবর্তনের ক্ষেত্রে কোনটিকে কাঁচামাল (Raw material) রূপে গণ্য করা হয় ?
উত্তর: জৈব বিবর্তনের ক্ষেত্রে জিনপুলের বিভিন্নতাকে (Variability of gene pool) কাঁচামাল (raw material) রূপে গণ্য করা হয়।
✸✸✸প্রশ্ন:৯
কার বক্তব্য থেকে জানা যায় জনসংখ্যা খাদ্য উৎপাদনের থেকে অনেক বেশি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় ?
উত্তর: ম্যালথাস-এর বক্তব্য থেকে জানা যায় জনসংখ্যা খাদ্য উৎপাদনের থেকে অনেক বেশি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়।
✸✸✸প্রশ্ন:১০
নয়া ডারউইনবাদের মূল বক্তব্য কী ?
উত্তর: নয়া ডারউইনবাদের (Neo Darwinnism) মূল বক্তব্য হল জিনপুলে অবস্থিত জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মধ্যে দিয়ে জৈব অভিব্যক্তি ঘটে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪২[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৪[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment