WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ পদ্ধতিতে ভ্রূণ পােষকের কোশ থেকে মিয়ােসিস ছাড়াই ভ্ৰণস্থলী গঠিত হয় ?
(a) পার্থেনােজেনেসিস
(b) পার্থেনোকার্পি
(c) বহুভ্রূণবীজতা
(d) অসংগতিপরতা
উত্তর: A
প্রশ্ন:২
আদার অঙ্গজ জনন সম্পন্ন হয়—
(a) রাইজোমের দ্বারা
(b) উর্ধ্বধাবকের মাধ্যমে
(c) ধাবকের মাধ্যমে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
পরাগরেণু সম্পৰ্কীয় গবেষণাকে বলা হয়—
(a) রেণুবিদ্যা
(b) কো-ট্যাক্সোনমি
(c) প্রত্নোদ্ভিদবিদ্যা
(d) এথমােলজি
উত্তর: A
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ প্রাণীর ক্ষেত্রে পুনরুৎপাদন ক্ষমতা সর্বাধিক ?
(a) টিনিয়া
(b) প্ল্যানেরিয়া
(c) পেরিপ্লানেটা
(d) সালপা
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ প্রাণী সম্পূর্ণ পৌষ্টিক নালির পুনরুৎপাদন করতে পারে ?
(a) উভচর
(b) মাছ
(c) সমুদ্র শশা
(d) পক্ষী
উত্তর: C
প্রশ্ন:৬
কোন্ প্রাণীর তির্যক দ্বি-বিভাজন ঘটে ?
(a) Planaria.
(b) Ceratium
(c) Paramoecium
(d) Amoeba
উত্তর: B
প্রশ্ন:৭
একফলী উদ্ভিদ হল—
(a) যেসকল উদ্ভিদে ফুল প্রতি বছর দু-বার জন্মায়
(b) ফুল প্রতি বছর একবার জন্মায়
(c) সমগ্র জীবনচক্রে একবারই ফুল ধারণ করার পর মারা যায়
(d) একই ধরনের ফুল ধারণ করে
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ কোশ থেকে মূলজেব প্রান্ত অংশটি বৃদ্ধি লাভ করে ?
(a) হাইপােফাইসিস
(b) অঙ্গজ কোশ
(c) ডিম্বকরন্দ্রের ৪-নিউক্লিয়াস যুক্ত কোশ
(d) অগ্রস্থ ৪-নিউক্লিয়াস যুক্ত কোশ
উত্তর: A
প্রশ্ন:৯
সূচকীয় বৃদ্ধি দেখা যায়—
(a) অযৌন জননে
(b) ব্যাকটেরিয়ায়
(c) ইস্টে
(d) প্রত্যেকটিতে
উত্তর: A
প্রশ্ন:১০
স্পার্মাটিডগুলি স্পার্মাটোজোয়ায় রূপান্তরিত হয়—
(a) মিয়ােসিসের মাধ্যমে
(b) স্পার্মাটোসিসের মাধ্যমে
(c) স্পাের্মিওজেনেসিসের মাধ্যমে
(d) স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে
উত্তর: C
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment