বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
লেবার নিউমােনিয়াতে দেহের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তর: ফুসফুসের লােব বা খণ্ডক।
⚘⚘⚘প্রশ্ন:২
বিনাইন টিউমার ক্যানসারের কোন্ পর্যায়ে দেখা যায় ?
উত্তর: প্রাথমিক অবস্থায়।
⚘⚘⚘প্রশ্ন:৩
আমাশয় রােগ সৃষ্টিকারী আদ্যপ্রাণীটির নাম কী ?
উত্তর: Entamoeba histolytica.
⚘⚘⚘প্রশ্ন:৪
ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসকে কী বলে ?
উত্তর: অঙ্কোভাইরাস।
⚘⚘⚘প্রশ্ন:৫
পায়ের দাদ Athlete's foot সৃষ্টিকারী ছত্রাকটির নাম কী ?
উত্তর: Tinea pedis.
⚘⚘⚘প্রশ্ন:৬
ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী অঙ্কোজিনটি কী ?
উত্তর: C-myc.
⚘⚘⚘প্রশ্ন:৭
মদ রাসায়নিক ভাষায় কী নামে পরিচিত ?
উত্তর: ইথাইল অ্যালকোহল।
⚘⚘⚘প্রশ্ন:৮
একটি রেট্রোভাইরাসের নাম করাে।
উত্তর: HIV-Human Immunodeficiency Virus.
⚘⚘⚘প্রশ্ন:৯
ডিপসােম্যানিয়া দেখা যায় কোন্ ধরনের অ্যালকোহলিজমে ?
উত্তর: এপসিলন।
⚘⚘⚘প্রশ্ন:১০
আমাশয় নিবারণকারী একটি ওষুধের উদাহরণ দাও।
উত্তর: Tinidazole.
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

Comments
Post a Comment