সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
ট্রান্সফরমেশন পরীক্ষায় ট্রান্সফরমিং প্রিন্সিপলটি ব্যাকটেরিয়ার কোন্ স্ট্রেন থেকে কোন্ স্ট্রেনে প্রবেশ করেছিল ?
উত্তর: ট্রান্সফরমেশন পরীক্ষায় ট্রান্সফরমিং প্রিন্সিপলটি ব্যাকটেরিয়ার S-III স্ট্রেন থেকে R-II স্ট্রেনে প্রবেশ করেছিল।
⚘⚘⚘প্রশ্ন:২
‘নিউক্লিন’ কী ?
উত্তর: 1869 খ্রিস্টাব্দে বিজ্ঞানী Friedrich Miescher পুঁজ কোশ (Pus cells) থেকে যে নতুন ধরনের জৈব পদার্থ পৃথক করেন, তার নাম দেন ‘নিউক্লিন’।
⚘⚘⚘প্রশ্ন:৩
মানুষের শুক্রাণুতে ক্রোমােজোম সংখ্যা কত ?
উত্তর: মানুষের শুক্রাণুতে ক্রোমােজো সংখ্যা হল 23 (22A+X) বা (22A+Y)।
⚘⚘⚘প্রশ্ন:৪
সর্বপ্রথম কে ক্রোমােজোমের পরাণুগঠনের বিস্তৃত বিবরণ দেন ?
উত্তর: বিজ্ঞানী Dupraw (1966) ক্রোমােজোমের পরাণু গঠনের বিস্তৃত বিবরণ দেন।
⚘⚘⚘প্রশ্ন:৫
কোন্ বিজ্ঞানী DNA অণুর দ্বিতন্ত্রী প্যাঁচানাে মডেলটি উপস্থাপন করেন ?
উত্তর: বিজ্ঞানী Watson এবং Crick (1953) DNA অণুর দ্বিতন্ত্রী প্যাঁচানাে মডেলটি উপস্থাপন করেন।
⚘⚘⚘প্রশ্ন:৬
নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন কে ?
উত্তর: বিজ্ঞানী Altman (1899) নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন।
⚘⚘⚘প্রশ্ন:৭
ট্রান্সফরমেশন পরীক্ষায় গ্রিফিথ যে ব্যাকটেরিয়াটিকে ব্যবহার করেছিলেন তার নাম কী ?
উত্তর: ট্রান্সফরমেশন পরীক্ষায় গ্রিফিথ যে ব্যাকটেরিয়াটি ব্যবহার করেছিলেন তার নাম Diplococcus pneumoniae।
⚘⚘⚘প্রশ্ন:৮
ক্রোমােজোম নামকরণ কে করেন ?
উত্তর: বিজ্ঞানী Waldeyer (1888) ক্রোমোেজাম নামকরণ করেন।
⚘⚘⚘প্রশ্ন:৯
কাকে বংশগতির ধারক ও বাহক বলা হয় ?
উত্তর: ক্রোমােজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় (According to Sutton and Bovery, 1902 এবং Morgan, 1993)।
⚘⚘⚘প্রশ্ন:১০
ট্রান্সফরমিং প্রিন্সিপল যে প্রকৃতপক্ষে DNA তা কারা প্রমাণ করেছিলেন ?
উত্তর: তিনজন বিজ্ঞানী Avery, Macleod এবং McCarty প্রমাণ করেছিলেন যে ট্রান্সফরমিং প্রিন্সপল হল প্রকৃত অর্থে DNA।
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৬[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৮[NEXT]
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
Comments
Post a Comment