সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✬✬✬প্রশ্ন:১
কোন্ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ডারউইন বলেছিলেন যে সমস্ত জীবেরই একটি সাধারণ পূর্বপুরুষ থাকে ?
উত্তর: “প্রজাপতির ভৌগােলিক বিস্তার” পর্যবেক্ষণ থেকে ডারউইন বলেছিলেন যে সমস্ত জীবেরই একটি সাধারণ পূর্বপুরুষ থাকে।
✬✬✬প্রশ্ন:২
পৃথিবীতে সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি ঘটে ?
উত্তর: পৃথিবীতে সর্বপ্রথম মহাসমুদ্রের জলে জীবনের উৎপত্তি ঘটে।
✬✬✬প্রশ্ন:৩
Sojurner Rover কী ?
উত্তর: Sojurner Rover হল NASA প্রেরিত স্পেসশিপ (Spaceship) যেটি মঙ্গল গ্রহে July 4, 1997-এ অবতরণ করেছিল।
✬✬✬প্রশ্ন:৪
পৃথিবীতে কোন্ যুগে সর্বপ্রথম জীবের আবির্ভাব ঘটেছিল ?
উত্তর: পৃথিবীতে প্রােটোরােজোয়িক যুগে সর্বপ্রথম জীবের আবির্ভাব ঘটেছিল।
✬✬✬প্রশ্ন:৫
সরীসৃপ ও পক্ষী শ্রেণির মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম লেখাে।
উত্তর: আর্কিওপটেরিক্স (Archaeopteryx) হল সরীসৃপ ও পক্ষী শ্রেণির মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণী।
✬✬✬প্রশ্ন:৬
কোন্ বিজ্ঞানী “স্বতঃস্ফূর্ত উদ্ভবতত্ত্বের” বিরােধিতা করেন ?
উত্তর: লুই পাস্তুর (Louis Pasteur) “স্বতঃস্ফূর্ত উদ্ভবতত্ত্বের” বিরােধিতা করেন।
✬✬✬প্রশ্ন:৭
প্রােটোবায়ােন্ট কী ?
উত্তর: মহাসমুদ্রের জলে প্রথম যে জীবন্ত সংগঠন উৎপত্তি লাভ করে, তাকে প্রােটোবায়ােন্ট (Protobionts) বলে প্রটোবায়ােন্টকে কোশ সৃষ্টির প্রাথমিক অবস্থা বলে গণ্য করা হয়।
✬✬✬প্রশ্ন:৮
জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষ পরিণতি কী ?
উত্তর: জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষ পরিণতি হল প্রােটোবায়ােন্ট সৃষ্টি।
✬✬✬প্রশ্ন:৯
Europa কী ?
উত্তর: বৃহস্পতি গ্রহের চাঁদ হল Europa, এর পৃষ্ঠ জমাট কঠিন যেখানে সম্ভবত ম্যাগনেশিয়াম বা সালফেটের লবণ আছে।
✬✬✬প্রশ্ন:১০
ফাইলােজেনি (Phylogeny) কী ?
উত্তর: কোনাে জীবের বিবর্তন সম্পর্কিত ইতিহাসকে ফাইলােজেনি (Phylogeny) বলে।
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৭[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৯[NEXT]
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
Comments
Post a Comment