সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✸✸✸প্রশ্ন:১
অ্যাবায়ােজেনিসিস কাকে বলে ?
উত্তর: যে পদ্ধতিতে অজীবীয় বস্তু থেকে বা জীবনবিহীন মৃত বস্তু থেকে জীবন সৃষ্টি হয় তাকে অ্যাবায়ােজেনেসিস (Abiogenesis) বলে।
✸✸✸প্রশ্ন:২
জন্মের সময় পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কত ছিল ?
উত্তর: জন্মের সময় পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ছিল 5,000°C—6,000°C।
✸✸✸প্রশ্ন:৩
জীবনের উৎপত্তিকালে কোন্ আদি জীবগােষ্ঠী পৃথিবীতে আবির্ভূত হয় ?
উত্তর: জীবনের উৎপত্তিকালে সালফার ব্যাকটেরিয়া নামক আদি জীবগােষ্ঠী পৃথিবীতে আবির্ভূত হয়।
✸✸✸প্রশ্ন:৪
কে প্রথম প্রমাণ করেন যে জীবন পূর্ববর্তী জীবন থেকেই উৎপত্তি লাভ করে ?
উত্তর: লুই পাস্তুর (Louis Pasteur) প্রথম প্রমাণ করেন যে জীবন পূর্ববর্তী জীবন থেকেই উৎপত্তি লাভ করে।
✸✸✸প্রশ্ন:৫
জৈব অভিব্যক্তিবাদের জনক কে ?
উত্তর: গ্রিক দার্শনিক অ্যারিস্টটল (Aristotle)-কে জৈব অভিব্যক্তিবাদের জনক বলা হয়।
✸✸✸প্রশ্ন:৬
জীবনের উৎপত্তিকালে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন্ গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল ?
উত্তর: জীবনের উৎপত্তিকালে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল।
✸✸✸প্রশ্ন:৭
পৃথিবীর বুকে কত বছর আগে জীবন সৃষ্টি হয় ?
উত্তর: প্রায় 3.3 বিলিয়ন বা 330 কোটি বছর আগে পৃথিবীর বুকে জীবন সৃষ্টি হয়।
✸✸✸প্রশ্ন:৮
PAH-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: PAH-এর সম্পূর্ণ নাম হল Polycyclic Aromatic Hydrocarbons.
✸✸✸প্রশ্ন:৯
কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়।
উত্তর: প্রায় 4.6 বিলিয়ন বা 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়।
✸✸✸প্রশ্ন:১০
জীব সৃষ্টির মূলে কোন্ প্রাকৃতিক ঘটনা বর্তমান ?
উত্তর: জীব সৃষ্টির মূলে জৈব অভিব্যক্তি বা বিবর্তন (Organic Evolution) নামক প্রাকৃতিক ঘটনাটি বর্তমান।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৪[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৬[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment