সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✪✪প্রশ্ন:১
ইমাসকুলেশন কী ?
উত্তর: যে পদ্ধতিতে পরাগধানীর অপসারণ করা হয়।
✪✪প্রশ্ন:২
পার্থেনোকাৰ্পি কী ?
উত্তর: বীজহীন ফল উৎপাদনকে পার্থেনােকার্পি বলে।
✪✪প্রশ্ন:৩
কার ক্ষেত্রে নিষেকের পর স্ত্রীফুলের বৃন্ত কুণ্ডলীকৃত অবস্থায় থাকে ?
উত্তর: Vallisneria-র ক্ষেত্রে দেখা যায়।
✪✪প্রশ্ন:৪
নিওটেনি কী ?
উত্তর: লার্ভা দশায় যৌনতার পূর্ণতাপ্রাপ্তিকে নিওটেনি বলে।
✪✪প্রশ্ন:৫
কোথায় স্ত্রী গ্যামেটোফাইট লক্ষ করা যায় ?
উত্তর: ডিম্বকে।
✪✪প্রশ্ন:৬
পদ্মের পরাগমিলন কার মাধ্যমে ঘটে ?
উত্তর: পতঙ্গের মাধ্যমে ঘটে।
✪✪প্রশ্ন:৭
বহুভ্রূণতা কী ?
উত্তর: একটি বীজে যখন একাধিক সূণ উৎপন্ন হয়, তখন বহুভ্রূণতা বলে।
✪✪প্রশ্ন:৮
মেকি বহুভ্রূণতা কী ?
উত্তর: যখন একই ডিম্বকের একাধিক ভ্রূণস্থলীতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয়।
✪✪প্রশ্ন:৯
নিউসেলার পলিএমব্রায়ােনি কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: Citrus.
✪✪প্রশ্ন:১০
কোন্ ফুলে ট্রান্সলেটর দেখা যায় ?
উত্তর: Calotropis-এর ফুলে।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৭[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৯[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment