WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
বহিঃনিষেক ঘটে—
(a) ব্যাঙের ক্ষেত্রে
(b) স্তন্যপায়ীর ক্ষেত্রে
(c) পক্ষীর ক্ষেত্রে
(d) সরীসৃপের ক্ষেত্রে
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ জীবে স্বনিষেক লক্ষ করা যায় ?
(a) গােলকৃমি
(b) ফিতাকৃমি
(c) কেঁচো
(d) মাছ
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ উদ্ভিদরা ভূনিম্নস্থ মূল থেকে উৎপত্তি লাভ করে ?
(a) মিষ্টি আলু, অ্যাসপারাগাস এবং ডালিয়া
(b) অ্যাগেভ এবং অক্সালিস
(c) আদা, রসুন এবং আলু
(d) ব্রায়ােফাইলাম এবং কালঞ্চ
উত্তর: A
প্রশ্ন:৪
রেণু মাতৃকোশ থেকে পুংগ্যামেটোফাইট উৎপন্নের জন্য নিম্নলিখিত কোন্ পদ্ধতিগুলি অনুসরণ করা হয় ?
(a) একটি মিয়ােসিস কোশবিভাজন এবং একটি মাইটোসিস কোশবিভাজন
(b) দুটি মিয়ােসিস এবং একটি মাইটোসিস কোশবিভাজন
(c) দুটি মাইটোসিস কোশবিভাজন
(d) একটি মিয়ােসিস এবং দুটি মাইটোসিস কোশ বিভাজন
উত্তর: D
প্রশ্ন:৫
জোড়কলম পদ্ধতিতে স্টক এবং সিয়নকে জোড়া হয়—
(a) জাইলেম থেকে জাইলেমে
(b) ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে
(c) পিথ থেকে পিথে
(d) ফ্লোয়েম থেকে ফ্লোয়েমে
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বি-বিভাজন লক্ষ করা যায় ?
(a) প্লাসমােডিয়াম
(b) প্ল্যানেরিয়া
(c) ইউগ্লিনা
(d) প্যারামেসিয়াম
উত্তর: C
প্রশ্ন:৭
সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন্ কোশ থেকে উৎপত্তি লাভ করে ?
(a) জনন কোশ
(b) মাইক্রোস্পাের
(c) মাইক্রোস্পের মাতৃকোশ
(d) অঙ্গজ কোশ
উত্তর: A
প্রশ্ন:৮
কুকুরের সর্বাধিক জীবনকাল হল—
(a) 15 বছর
(b) 5 বছর
(c) 10 বছর
(d) 20 বছর
উত্তর: D
প্রশ্ন:৯
জীবন্ত জীব, নির্জীব বস্তুসমূহের থেকে পৃথক হয় কারণ—
(a) জননে সক্ষমতা
(b) বৃদ্ধি ও চলন
(c) পরিবেশের সঙ্গে ক্রিয়া
(d) স্পর্শজনিত প্রতিক্রিয়া
উত্তর: A
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোন্ জোড়টি পত্রখণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে ?
(a) ব্রায়ােফাইলাম এবং কালঞ্চ
(b) অ্যাসপারাগাস এবং ব্রায়ােফাইলাম
(c) ক্রাইস্যানথিয়াম এবং অ্যাগেভ
(d) অ্যাগেভ এবং কালঞ্চ
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment