নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
অসম্পূর্ণ প্রকটতা কে আবিষ্কার করেন ?
উত্তর: কোরেন্স (Correns, 1903)।
★★★প্রশ্ন:২
মেন্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রের একটি বিরােধী ঘটনার উল্লেখ করাে।
উত্তর: লিংকেজ (Linkage)।
★★★প্রশ্ন:৩
একটি এরোসোল প্রকৃতির দূষক পদার্থের উদাহরণ দাও।
উত্তর: ফ্লুরোকার্বন।
★★★প্রশ্ন:৪
টেস্ট ক্রসের ফলাফল থেকে অপত্য জনুর সদস্যদের কোন্ চরিত্রটি বােঝা যায় ?
উত্তর: জিনােটাইপ।
★★★প্রশ্ন:৫
মানুষের একটি লিঙ্গ সংযােজিত বংশগত রােগের নাম লেখাে।
উত্তর: হিমােফিলিয়া।
★★★প্রশ্ন:৬
মেন্ডেলের ‘প্রকটতা ও প্রচ্ছন্নতা নীতি’-র একটি বিরােধী ঘটনার নাম লেখাে।
উত্তর: অসম্পূর্ণ প্রকটতা।
★★★প্রশ্ন:৭
দুটি সমসংস্থ ক্রোমােজোমের একই লােকাসে উপস্থিত দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী জিনকে কী বলা হয় ?
উত্তর: অ্যালিল (Allele)।
★★★প্রশ্ন:৮
মানুষের উচ্চতার জন্য কটি জিন ক্রিয়াশীল থাকে ?
উত্তর: দশজোড়া বা তারও বেশি জিন।
★★★প্রশ্ন:৯
কোন্ উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় ?
উত্তর: সন্ধ্যামালতী উদ্ভিদ (Mirabilis jalapa)।
★★★প্রশ্ন:১০
মানুষের একটি অটোজোমবাহিত বংশগত রােগের নাম লেখাে।
উত্তর: থ্যালাসেমিয়া।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
Comments
Post a Comment