বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
অসম্পূর্ণ প্রকটতা কে আবিষ্কার করেন ?
উত্তর: কোরেন্স (Correns, 1903)।
★★★প্রশ্ন:২
মেন্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রের একটি বিরােধী ঘটনার উল্লেখ করাে।
উত্তর: লিংকেজ (Linkage)।
★★★প্রশ্ন:৩
একটি এরোসোল প্রকৃতির দূষক পদার্থের উদাহরণ দাও।
উত্তর: ফ্লুরোকার্বন।
★★★প্রশ্ন:৪
টেস্ট ক্রসের ফলাফল থেকে অপত্য জনুর সদস্যদের কোন্ চরিত্রটি বােঝা যায় ?
উত্তর: জিনােটাইপ।
★★★প্রশ্ন:৫
মানুষের একটি লিঙ্গ সংযােজিত বংশগত রােগের নাম লেখাে।
উত্তর: হিমােফিলিয়া।
★★★প্রশ্ন:৬
মেন্ডেলের ‘প্রকটতা ও প্রচ্ছন্নতা নীতি’-র একটি বিরােধী ঘটনার নাম লেখাে।
উত্তর: অসম্পূর্ণ প্রকটতা।
★★★প্রশ্ন:৭
দুটি সমসংস্থ ক্রোমােজোমের একই লােকাসে উপস্থিত দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী জিনকে কী বলা হয় ?
উত্তর: অ্যালিল (Allele)।
★★★প্রশ্ন:৮
মানুষের উচ্চতার জন্য কটি জিন ক্রিয়াশীল থাকে ?
উত্তর: দশজোড়া বা তারও বেশি জিন।
★★★প্রশ্ন:৯
কোন্ উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় ?
উত্তর: সন্ধ্যামালতী উদ্ভিদ (Mirabilis jalapa)।
★★★প্রশ্ন:১০
মানুষের একটি অটোজোমবাহিত বংশগত রােগের নাম লেখাে।
উত্তর: থ্যালাসেমিয়া।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

Comments
Post a Comment