সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
কোন্ উৎসেচক DNA অণুর দুটি তন্ত্রীর মাঝখানে উপস্থিত হাইড্রোজেন বন্ধনীকে ভেঙে দেয় ?
উত্তর: হেলিকেজ উৎসেচক DNA অণুর দুটি তন্ত্রীর মাঝখানে উপস্থিত হাইড্রোজেন বন্ধনীকে ভেঙে দেয়।
★★★প্রশ্ন:২
“ট্রিপলেট কোড” এবং “জেনেটিক কোড” নামকরণ করেন কে ?
উত্তর: “ট্রিপলেট কোড” এবং “জেনেটিক কোড” নামকরণ করেন Gamow।
★★★প্রশ্ন:৩
কোন্ RNA প্রােটিন সংশ্লেষের বার্তা বহন করে ?
উত্তর: mRNA (বার্তাবহ RNA) প্রােটিন সংশ্লেষের বার্তা বহন করে।
★★★প্রশ্ন:৪
কোন্ RNA সাইটোসলে দ্রবীভূত থাকে ?
উত্তর: tRNA সাইটোসলে দ্রবীভূত থাকে বলে একে Soluble RNA বলে।
★★★প্রশ্ন:৫
রেকন কাকে বলে ?
উত্তর: DNA অণুর যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটে তাকে রেকন বলে। এটি সাধারণত দু-জোড়া নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়।
★★★প্রশ্ন:৬
কোন্ RNA-কে মেন্ডেলীয় RNA বলে ?
উত্তর: mRNA (Messenger RNA)-কে মেন্ডেলীয় RNA বলে।
★★★প্রশ্ন:৭
প্রােটিন সংশ্লেষের সমাপ্তি কোডনগুলি কী কী ?
উত্তর: প্রােটিন সংশ্লেষের সমাপ্তি কোডনগুলি হল— UAG, UGA ও UUA।
★★★প্রশ্ন:৮
কোন্ উৎসেচক ট্রান্সক্রিপশনে মুখ্য ভূমিকা পালন করে ?
উত্তর: RNA পলিমারেজ ট্রান্সক্রিপশনে মুখ্য ভূমিকা পালন করে।
★★★প্রশ্ন:৯
ওকাজাকি খণ্ডক কটি নিউক্লিওটাইড যুক্ত হয় ?
উত্তর: ওকাজাকি খণ্ডক 1000-2000 নিউক্লিওটাইড যুক্ত হয়।
★★★প্রশ্ন:১০
প্রােটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন কোনটি ?
উত্তর: প্রােটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডনটি হল— AUG এবং GUG।
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪১[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৩[NEXT]
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
Comments
Post a Comment