WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
বাঁশগাছে ফুল দেখা যায়—
(a) 12 বছরে একবার
(b) প্রত্যেক বছর
(c) জীবনচক্রে শুধুমাত্র একবার
(d) 50-100 বছরে দু-বার
উত্তর: C
প্রশ্ন:২
উপযুক্ত সম্পর্ক বিশ্লেষণ করো—
(a) গেমিউল—পেনিসিলিয়াম
(b) কনিডিয়া—শৈবাল
(c) মুকুল—হাইড্রা
(d) জুরেণু—স্পঞ্জ
উত্তর: C
প্রশ্ন:৩
Citrus-এর অস্থানিক ভ্রূণবিকাশ ঘটে—
(a) ডিম্বকের জন্য
(b) ভ্রূণের জন্য
(c) ভ্রূণপােষকের জন্য
(d) ডিম্বকত্বকের জন্য
উত্তর: C
প্রশ্ন:৪
প্রথম সফল আবিষ্কৃত প্রাণী ক্লোন হল—
(a) ডলি শিপ
(b) মলি শিপ
(c) মলি গােট
(d) ডলি গােট
উত্তর: A
প্রশ্ন:৫
অন্তঃনিষেক দেখা যায়—
(a) পতঙ্গ, অ্যানিলিডা, একাইনােডারমাটা
(b) স্পঞ্জ, চ্যাপ্টাকৃমি, প্রােটোকর্ডাটা
(c) মাছ, উভচর
(d) সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী
উত্তর: D
প্রশ্ন:৬
কোন্ প্রকার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি চা এবং কোকো গাছে ব্যবহার করা হয় ?
(a) লেয়ারিং
(b) গ্রাফটিং
(c) বাড গ্রাফটিং
(d) স্টেম কাটিং
উত্তর: D
প্রশ্ন:৭
কুমীরের জীবদ্দশার সময়সীমা হল—
(a) 45 বছর
(b) 60 বছর
(c) 30 বছর
(d) 15 বছর
উত্তর: B
প্রশ্ন:৮
অপত্য ক্লোনের থাকে—
(a) একই উচ্চতা
(b) একই প্রকার জিনােম
(c) একই সংখ্যায় পাতার উপস্থিতি
(d) একই বয়স
উত্তর: B
প্রশ্ন:৯
হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ঘটনাকে বলে—
(a) মিয়োসিস
(b) সিনগ্যামি
(c) কোশচক্র
(d) মাইটোসিস
উত্তর: B
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি উভয়লিঙ্গ হয় ?
(a) আরশােলা, অ্যাসকারিস, মৌমাছি
(b) কেঁচো, অ্যাসকারিকস, জোঁক
(c) অ্যাসকারিস, আরশােলা, হাইড্রা
(d) কেঁচো, হাইড্রা, জোঁক
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment