সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✸✸✸প্রশ্ন:১
দূষণভাবে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও।
উত্তর: বারবেরিস উদ্ভিদ: Berberis nilgiriensis।
পিগমি শূকর: Sus Salvanius।
✸✸✸প্রশ্ন:২
SSC-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Survival Service Commission.
✸✸✸প্রশ্ন:৩
মেনালিন কোন্ রশ্মির কুপ্রভাব থেকে সুরক্ষা দেয় ?
উত্তর: UV-রশ্মি।
✸✸✸প্রশ্ন:৪
UNCN-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: International Union of Conservation in Nature.
✸✸✸প্রশ্ন:৫
একটি অবলুপ্ত প্রাণীর উদাহরণ দাও।
উত্তর: ডােঠো পাখি।
✸✸✸প্রশ্ন:৬
BSI-এর সম্পূর্ণ নাম লেখাে।
উত্তর: Botanical Survey of India.
✸✸✸প্রশ্ন:৭
বিরল প্রজাতির উদাহরণ দাও ?
উত্তর: ঘড়িয়াল: Gavialis gangeticus।
✸✸✸প্রশ্ন:৮
ওজোন গহ্বর দিয়ে কোন রশ্মি প্রবেশ করে ?
উত্তর: অতিবেগুনি রশ্মি।
✸✸✸প্রশ্ন:৯
Red Data Book প্রথম কবে প্রকাশিত হয় ?
উত্তর: 1963 খ্রিস্টাব্দে।
✸✸✸প্রশ্ন:১০
ক্ষয়প্রাপ্ত প্রজাতির উদাহরণ দাও।
উত্তর: লেপার্ড ক্যাট: Felis bengalensis.
সােনালি হনুমান: Presbytis geeri.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৯[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫১[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment