সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✿❀✿প্রশ্ন:১
রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ কী ?
উত্তর: যে-সব উৎসেচক DNA খণ্ডিত করলে ব্যবহৃত হয়, যা প্রধানত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়।
✿❀✿প্রশ্ন:২
পপুলেশন ঘনত্ব কাকে বলে ?
উত্তর: কোনাে ভৌগােলিক অঞ্চলের একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণে বা সংখ্যায় কোনাে প্রজাতির জীব বাস করে, তাকে পপুলেশন ঘনত্ব বলে।
✿❀✿প্রশ্ন:৩
জৈবপ্রযুক্তি কী ?
উত্তর: জীব বা জীব উপজাত পদার্থের ব্যাবহারিক ও শিল্পভিত্তিক প্রয়ােগ।
✿❀✿প্রশ্ন:৪
পপুলেশন বৃদ্ধির সূত্রটি কী ?
উত্তর: পপুলেশন বৃদ্ধি =(জন্ম+অভিবাসন)-(মৃত্যু+প্রবাসন)।
✿❀✿প্রশ্ন:৫
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ?
উত্তর: জিনের কার্যকরী সংগঠনের পরিবর্তন ঘটানাের কৌশল।
✿❀✿প্রশ্ন:৬
বায়ােম কী ?
উত্তর: একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল থাকে সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীগােষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায়, তাকে বায়ােম বলে। অন্যভাবে বলা যায় প্রাণী, উদ্ভিদ ও নির্দিষ্ট জলবায়ুযুক্ত বিশাল জীব ভৌগােলিক অঞ্চলকে বায়ােম বলে।
✿❀✿প্রশ্ন:৭
মৃতুহার কোন্ সূত্রের দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: M=mD/t.
✿❀✿প্রশ্ন:৮
প্লাসমিড কাকে বলে ?
উত্তর: ব্যাকটেরিয়া কোশে নিজস্ব DNA ছাড়া অপর যে ক্ষুদ্র, চক্রাকার, স্ববিভাজনক্ষম, দ্বিতন্ত্রী DNA থাকে।
✿❀✿প্রশ্ন:৯
জিন ক্লোনিং কাকে বলে ?
উত্তর: যে পদ্ধতিতে নির্দিষ্ট জিন থেকে অনেকগুলি অভিন্ন প্রতিলিপি তৈরি করা হয়।
✿❀✿প্রশ্ন:১০
জন্মহার কোন্ সূত্রের দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: N=nD/t.
✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৫[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৭[NEXT]
✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿
Comments
Post a Comment