বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✦✦✦প্রশ্ন:১
কোন্ যুগে গুপ্তবীজী উদ্ভিদ বিস্তার লাভ করে ?
উত্তর: সিনােজোয়িক যুগে গুপ্তবীজী উদ্ভিদ পৃথিবীতে বিস্তারলাভ করে।
✦✦✦প্রশ্ন:২
প্রাকৃতিক নির্বাচনবাদ (Theory of Natural Selection) সম্পর্কে কে প্রথম ধারণা দেন ?
উত্তর: প্রাকৃতিক নির্বাচন বা (Theory of Natural Selection) সম্পর্কে ইংরেজ প্রকৃতিবিদ্ চার্লস ডারউইন (Charles Darwin) প্রথম ধারণা দেন।
✦✦✦প্রশ্ন:৩
পাইথনের কোন্ অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ?
উত্তর: পাইথনের পশ্চাদপদ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে।
✦✦✦প্রশ্ন:৪
জীবের বিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য কোনটি ?
উত্তর: জীবের বিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হল জীবাশ্ম বা ফসিল (Fossils)।
✦✦✦প্রশ্ন:৫
একজন বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্ বা প্যালিওন্টোলজিস্ট-এর নাম লেখাে।
উত্তর: বীরবল সাহনি (Birbal Sahni) হলেন একজন বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্ বা প্যালিওন্টোলজিস্ট।
✦✦✦প্রশ্ন:৬
আর্কিওজোয়িক যুগকে কোন্ জীবের যুগ রূপে গণ্য করা হয় ?
উত্তর: আর্কিওজোয়িক যুগকে প্রােটিস্টা (Protists) জীবের যুগ (Age of Protists) রূপে গণ্য করা হয়।
✦✦✦প্রশ্ন:৭
কোন্ বিজ্ঞানী গ্যালাপাগােস ফিঞ্চদের “ডারউইন ফিঞ্চ” নামকরণ করেন ?
উত্তর: বিজ্ঞানী ল্যাক (Lack) গ্যালাপাগােস ফিঞ্চদের “ডারউইন ফিঞ্চ” নামকরণ করেন।
✦✦✦প্রশ্ন:৮
কোন্ পিরিয়ডে পাখি ও স্তন্যপায়ী গােষ্ঠীর পৃথিবীতে আবির্ভাব ঘটে ?
উত্তর: পৃথিবীতে জুরাসিক পিরিয়ডে পাখি ও স্তন্যপায়ী গােষ্ঠীর আবির্ভাব ঘটে।
✦✦✦প্রশ্ন:৯
জীববিদ্যার কোন্ শাখাটি জৈব বিবর্তনের সপক্ষে জোরালাে প্রত্যক্ষ যুক্তি প্রদর্শন করে ?
উত্তর: জীববিদ্যার প্যালিওন্টোলজি (Palaeonotology) শাখাটি জৈব বিবর্তনের সপক্ষে জোরালো প্রত্যক্ষ যুক্তি প্রদর্শন করে।
✦✦✦প্রশ্ন:১০
মেসােজোয়িকযুগে কোন্ প্রাণী গােষ্ঠী প্রাধান্যলাভ করেছিল ?
উত্তর: মেসােজোয়িক যুগে ডাইনােসর নামক সরীসৃপ প্রাণী গােষ্ঠী পৃথিবীতে প্রাধান্যলাভ করেছিল।
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

Comments
Post a Comment