নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✦✦✦প্রশ্ন:১
কোন্ যুগে গুপ্তবীজী উদ্ভিদ বিস্তার লাভ করে ?
উত্তর: সিনােজোয়িক যুগে গুপ্তবীজী উদ্ভিদ পৃথিবীতে বিস্তারলাভ করে।
✦✦✦প্রশ্ন:২
প্রাকৃতিক নির্বাচনবাদ (Theory of Natural Selection) সম্পর্কে কে প্রথম ধারণা দেন ?
উত্তর: প্রাকৃতিক নির্বাচন বা (Theory of Natural Selection) সম্পর্কে ইংরেজ প্রকৃতিবিদ্ চার্লস ডারউইন (Charles Darwin) প্রথম ধারণা দেন।
✦✦✦প্রশ্ন:৩
পাইথনের কোন্ অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ?
উত্তর: পাইথনের পশ্চাদপদ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে।
✦✦✦প্রশ্ন:৪
জীবের বিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য কোনটি ?
উত্তর: জীবের বিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হল জীবাশ্ম বা ফসিল (Fossils)।
✦✦✦প্রশ্ন:৫
একজন বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্ বা প্যালিওন্টোলজিস্ট-এর নাম লেখাে।
উত্তর: বীরবল সাহনি (Birbal Sahni) হলেন একজন বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্ বা প্যালিওন্টোলজিস্ট।
✦✦✦প্রশ্ন:৬
আর্কিওজোয়িক যুগকে কোন্ জীবের যুগ রূপে গণ্য করা হয় ?
উত্তর: আর্কিওজোয়িক যুগকে প্রােটিস্টা (Protists) জীবের যুগ (Age of Protists) রূপে গণ্য করা হয়।
✦✦✦প্রশ্ন:৭
কোন্ বিজ্ঞানী গ্যালাপাগােস ফিঞ্চদের “ডারউইন ফিঞ্চ” নামকরণ করেন ?
উত্তর: বিজ্ঞানী ল্যাক (Lack) গ্যালাপাগােস ফিঞ্চদের “ডারউইন ফিঞ্চ” নামকরণ করেন।
✦✦✦প্রশ্ন:৮
কোন্ পিরিয়ডে পাখি ও স্তন্যপায়ী গােষ্ঠীর পৃথিবীতে আবির্ভাব ঘটে ?
উত্তর: পৃথিবীতে জুরাসিক পিরিয়ডে পাখি ও স্তন্যপায়ী গােষ্ঠীর আবির্ভাব ঘটে।
✦✦✦প্রশ্ন:৯
জীববিদ্যার কোন্ শাখাটি জৈব বিবর্তনের সপক্ষে জোরালাে প্রত্যক্ষ যুক্তি প্রদর্শন করে ?
উত্তর: জীববিদ্যার প্যালিওন্টোলজি (Palaeonotology) শাখাটি জৈব বিবর্তনের সপক্ষে জোরালো প্রত্যক্ষ যুক্তি প্রদর্শন করে।
✦✦✦প্রশ্ন:১০
মেসােজোয়িকযুগে কোন্ প্রাণী গােষ্ঠী প্রাধান্যলাভ করেছিল ?
উত্তর: মেসােজোয়িক যুগে ডাইনােসর নামক সরীসৃপ প্রাণী গােষ্ঠী পৃথিবীতে প্রাধান্যলাভ করেছিল।
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
Comments
Post a Comment