নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
ব্যাঙের ডিম্ব হল—(a) মেসােলেসিথাল এবং টেলােলেসিয়াল
(b) আলেসিথাল
(c) সেন্ট্রোলেসিথাল
(d) মাইক্রোলেসিথাল
উত্তর: A
প্রশ্ন:২
আলুর নতুন চারা উৎপাদন করা হয়—(a) পত্ৰজ মুকুল থেকে
(b) স্ফীতকন্দীয় মুকুল থেকে
(c) বীজ থেকে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—(a) এপিকালচারে
(b) সেরিকালচারে
(c) হর্টিকালচারে
(d) সিলভিকালচারে
উত্তর: C
প্রশ্ন:৪
মুক্ত নিউক্লিয় বিভাজন দেখা যায়—(a) গ্যামেট
(b) ফলে
(c) ফুলে
(d) সস্যে
উত্তর: D
প্রশ্ন:৫
প্রাকৃতিক পার্থেনােজেনেসিস দেখা যায়—(a) মৌমাছি
(b) ওয়াসপস (Wasps)
(c) অ্যাফিড
(d) সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৬
কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন্ হরমােন ব্যবহার করা হয় ?(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বারেলিন
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি ক্যালােজ প্রাচীর দ্বারা আবৃত থাকে ?(a) পরাগরেণু
(b) পুংগ্যামেট
(c) মাইক্রোস্পের মাতৃকোশ
(d) ডিম্ব
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের অঙ্গজ জননে দাবাকলম ব্যবহৃত হয় ?(a) গােলাপ
(b) আম
(c) জুঁই
(d) সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৯
বহুভ্রূণজীবতা লক্ষ করা যায়—(a) কুমড়াে
(b) আম
(c) ইউফরবিয়া
(d) লেবু
উত্তর: D
প্রশ্ন:১০
নিষেকের পর ডিম্বাশয় পরিবর্তিত হয়—(a) পুংকেশরে
(b) ফলে
(c) বীজে
(d) ফলত্বকে
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment