বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
ব্যাঙের ডিম্ব হল—(a) মেসােলেসিথাল এবং টেলােলেসিয়াল
(b) আলেসিথাল
(c) সেন্ট্রোলেসিথাল
(d) মাইক্রোলেসিথাল
উত্তর: A
প্রশ্ন:২
আলুর নতুন চারা উৎপাদন করা হয়—(a) পত্ৰজ মুকুল থেকে
(b) স্ফীতকন্দীয় মুকুল থেকে
(c) বীজ থেকে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—(a) এপিকালচারে
(b) সেরিকালচারে
(c) হর্টিকালচারে
(d) সিলভিকালচারে
উত্তর: C
প্রশ্ন:৪
মুক্ত নিউক্লিয় বিভাজন দেখা যায়—(a) গ্যামেট
(b) ফলে
(c) ফুলে
(d) সস্যে
উত্তর: D
প্রশ্ন:৫
প্রাকৃতিক পার্থেনােজেনেসিস দেখা যায়—(a) মৌমাছি
(b) ওয়াসপস (Wasps)
(c) অ্যাফিড
(d) সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৬
কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন্ হরমােন ব্যবহার করা হয় ?(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বারেলিন
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি ক্যালােজ প্রাচীর দ্বারা আবৃত থাকে ?(a) পরাগরেণু
(b) পুংগ্যামেট
(c) মাইক্রোস্পের মাতৃকোশ
(d) ডিম্ব
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের অঙ্গজ জননে দাবাকলম ব্যবহৃত হয় ?(a) গােলাপ
(b) আম
(c) জুঁই
(d) সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৯
বহুভ্রূণজীবতা লক্ষ করা যায়—(a) কুমড়াে
(b) আম
(c) ইউফরবিয়া
(d) লেবু
উত্তর: D
প্রশ্ন:১০
নিষেকের পর ডিম্বাশয় পরিবর্তিত হয়—(a) পুংকেশরে
(b) ফলে
(c) বীজে
(d) ফলত্বকে
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment