সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✮✮প্রশ্ন ১
কোন বিজ্ঞানীকে বংশগতিবিদ্যার জনক বলা হয় ?
উত্তর: বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল।
✮✮প্রশ্ন ২
জিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর: বিজ্ঞানী জোহানসেন। (১৯০৯)
✮✮প্রশ্ন ৩
জেনেটিক কোড কে আবিষ্কার করেন ?
উত্তর: হরগোবিন্দ খোরানা। (১৯৬৮)
✮✮প্রশ্ন ৪
মানুষের x ক্রোমোজোম বাহিত একটি জিনের নাম লেখো।
উত্তর: হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন।
✮✮প্রশ্ন ৫
মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি ?
উত্তর: নিকটেটেটিং পর্দা।
✮✮প্রশ্ন ৬
উদ্ভিদের একটি জীবন্ত জীবাশ্মএর নাম বলো।
উত্তর: গিঙ্গোবাইলোবা।
✮✮প্রশ্ন ৭
জিনের গঠনগত পরিবর্তনের ফলে কোনো নতুন বৈশিষ্ট্য আবির্ভাবের ঘটনাকে কি বলে ?
উত্তর: মিউটেশন।
✮✮প্রশ্ন ৮
মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর: হুগো দ্যা ভ্রিস।
✮✮প্রশ্ন ৯
ডারউইনের লেখা বইটির নাম বোলো।
উত্তর: দ্য অরিজিন অফ স্পিসিস বাইমিনস অব ন্যাচারাল সিলেকশন।
✮✮প্রশ্ন ১০
ডারউইনের তত্ত্ব কত সালে প্রকাশিত হয় ?
উত্তর: ১৮৫৯
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৭[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৯[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment