সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
ইকোলজি শব্দের প্রবর্তক কে ?
উত্তর: Ernst Hackel.
★★★প্রশ্ন:২
সংরক্ষিত বনের উদাহরণ দাও।
উত্তর: পশ্চিমবঙ্গের গােরুমারা; চাপরামারি; অসমের কাজিরাঙা; গুজরাটের গির।
★★★প্রশ্ন:৩
বাস্তুতন্ত্রে জীব ও জড়ের সম্পর্ক কী ?
উত্তর: উভমুখী।
★★★প্রশ্ন:৪
জাতীয় উদ্যানের উদাহরণ দাও।
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন, উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুর ইত্যাদি।
★★★প্রশ্ন:৫
একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও।
উত্তর: শস্যক্ষেত্র।
★★★প্রশ্ন:৬
অভয়ারণ্যের উদাহরণ দাও।
উত্তর: পশ্চিমবঙ্গের জলদাপাড়া; কর্ণাটকের বান্দিপুর।
★★★প্রশ্ন:৭
ইন-সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও।
উত্তর: রয়াল বেঙ্গল টাইগারকে সুন্দরবন জাতীয় উদ্যানে সংরক্ষণ করা।
★★★প্রশ্ন:৮
ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক কে ?
উত্তর: A G Tansley.
★★★প্রশ্ন:৯
বাস্তুবিদ্যার মূল কার্যকারী একক কী ?
উত্তর: বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম।
★★★প্রশ্ন:১০
একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও।
উত্তর: অরণ্যের বাস্তুতন্ত্র।
✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৮[PREV]
✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪✪❁✪
Comments
Post a Comment