বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
✶✶✶প্রশ্নঃ১
ভারতীয় গণপরিষদে একজন উল্লেখযােগ্য সদস্যের নাম লেখাে ?
উঃ
ডঃ বি . আর . আম্বেদকর ।
✶✶✶প্রশ্নঃ২
ডঃ আম্বেদকর গণ পরিষদের কোন কমিটির সদস্য ছিলেন ?
উঃ
সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন ।
✶✶✶প্রশ্নঃ৩
হৃদয়নাথ কুঞ্জরু কে ছিলেন ?
উঃ
রাজ্য পুনর্গঠনের বিষয়টি নিয়ে যে কমিশন গঠিত হয় তার অন্যতম সদস্য ছিলেন হদয়নাথ কুঞ্জরু ।
✶✶✶প্রশ্নঃ৪
পট্টি শ্রীরামালু কে ?
উঃ
তেলেগুভাষী গান্ধিবাদী নেতা ছিলেন পট্টিশ্রীরামালু ।
✶✶✶প্রশ্নঃ৫
শেখ আবদুল্লা কে ?
উঃ
কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স সভাপতি ছিলেন শেখ আবদুল্লা ।
✶✶✶প্রশ্নঃ৬
নাগাল্যান্ড কবে গঠিত হয় ?
উঃ
১৯৬২ খ্রিঃ ২রা আগস্ট ।
✶✶✶প্রশ্নঃ৭
অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয় ?
উঃ
১৯৫২ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৮
পঞ্চশীল নীতি কবে ঘোষিত হয় ?
উঃ
১৯৫৪ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৯
ভারতের কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ।
উঃ
১৯২০ সালে ১৭ অক্টোবর রাশিয়ার তাসখণ্ডে ।
✶✶✶প্রশ্নঃ১০
উঃ
ডঃ বি . আর . আম্বেদকর ।
✶✶✶প্রশ্নঃ২
ডঃ আম্বেদকর গণ পরিষদের কোন কমিটির সদস্য ছিলেন ?
উঃ
সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন ।
✶✶✶প্রশ্নঃ৩
হৃদয়নাথ কুঞ্জরু কে ছিলেন ?
উঃ
রাজ্য পুনর্গঠনের বিষয়টি নিয়ে যে কমিশন গঠিত হয় তার অন্যতম সদস্য ছিলেন হদয়নাথ কুঞ্জরু ।
✶✶✶প্রশ্নঃ৪
পট্টি শ্রীরামালু কে ?
উঃ
তেলেগুভাষী গান্ধিবাদী নেতা ছিলেন পট্টিশ্রীরামালু ।
✶✶✶প্রশ্নঃ৫
শেখ আবদুল্লা কে ?
উঃ
কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স সভাপতি ছিলেন শেখ আবদুল্লা ।
✶✶✶প্রশ্নঃ৬
নাগাল্যান্ড কবে গঠিত হয় ?
উঃ
১৯৬২ খ্রিঃ ২রা আগস্ট ।
✶✶✶প্রশ্নঃ৭
অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয় ?
উঃ
১৯৫২ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৮
পঞ্চশীল নীতি কবে ঘোষিত হয় ?
উঃ
১৯৫৪ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৯
ভারতের কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ।
উঃ
১৯২০ সালে ১৭ অক্টোবর রাশিয়ার তাসখণ্ডে ।
✶✶✶প্রশ্নঃ১০
মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় ?
উঃ
মুসলিম লিগের লাহাের অধিবেশনে ।
উঃ
মুসলিম লিগের লাহাের অধিবেশনে ।
✶✶✶✶✶✶
▶ইতিহাস সেট ৩৮ [NEXT]
✶✶✶✶✶✶

Comments
Post a Comment