সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✩✩✩✩প্রশ্ন:১
মানুষের দুটি মুখ্য যৌনাঙ্গের নাম লেখাে।
উত্তর: শুক্রাশয় এবং ডিম্বাশয়।
✩✩✩✩প্রশ্ন:২
দুটি ART-এর নাম লেখাে।
উত্তর: IVE-ET, GIFT.
✩✩✩✩প্রশ্ন:৩
টেস্টটিউব বেবি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি পদ্ধতির নাম করাে।
উত্তর: ZIFT.
✩✩✩✩প্রশ্ন:৪
Austalian Antigen Test দ্বারা কোন্ রােগ নির্ণয় করা হয় ?
উত্তর: হেপাটাইটিস-B।
✩✩✩✩প্রশ্ন:৫
কোন্ অংশের মাধ্যমে শুক্রাণু এপিডিডাইমিস থেকে নিক্ষেপণ নালিতে আসে ?
উত্তর: ভাসা ডিফারেনসিয়ার মাধ্যমে।
✩✩✩✩প্রশ্ন:৬
PCR কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর: পলিমারেজ চেন রিঅ্যাকশন।
✩✩✩✩প্রশ্ন:৭
AIDS রােগ কীসের মাধ্যমে বিস্তার লাভ করে ?
উত্তর: রক্ত ও বীর্যের মাধ্যমে।
✩✩✩✩প্রশ্ন:৮
বয়ঃসন্ধিকালের সূচনা কত বছর থেকে কত বছর পর্যন্ত ?
উত্তর: 9-15 বছর।
✩✩✩✩প্রশ্ন:৯
গােনাড নিঃসৃত হরমােন ছাড়া এমন একটি হরমােনের নাম করাে যা যৌনগত পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে ?
উত্তর: থাইমাস নিঃসৃত থাইমােসিন।
✩✩✩✩প্রশ্ন:১০
পুরুষদের কয়েকটি আনুষঙ্গিক জননাঙ্গের নাম করাে।
উত্তর: এপিডিডাইমিস, শিশ্ন, প্রস্টেট, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, স্ক্রোটাম ইত্যাদি।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment