WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
সম জননকোশ দেখা যায়—
(a) Cladophora-তে
(b) পক্ষীতে
(c) ব্যাঙে
(d) Fucus-এ
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ প্রাণীটি জরায়ুজ ?
(a) কচ্ছপ
(b) অস্থিযুক্ত মাছ
(c) দৌড়বাজ পাখি
(d) হাঙর
উত্তর: D
প্রশ্ন:৩
প্লাসমােটোগ্যামি লক্ষ করা যায়—
(a) ওবেলিয়া
(b) প্লাসমােডিয়াম
(c) হাইড্রা
(d) ওপালিনা
উত্তর: D
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিকভাবে সম্পর্কিত ?
(a) আদা—সাকার
(b) পেঁয়াজ—বাল্ব
(c) ক্ল্যামাইডোমোনাস—কনিডিয়া
(d) ইস্ট—জুরেণু
উত্তর: B
প্রশ্ন:৫
অনিষিক্ত ডিম্বাণু থেকে বীজের উৎপাদনকে বলা হয়—
(a) পার্থেনোকাৰ্পি
(b) জরায়ুজ অঙ্কুরােদ্গম
(c) অরেণুজনি
(d) অসঙ্গজনি
উত্তর: A
প্রশ্ন:৬
সবথেকে বেশি দিন বেঁচে থাকা প্রাণী হল—
(a) বৃহৎকায় কচ্ছপ
(b) হাঙর
(c) হাতি
(d) মানুষ
উত্তর: A
প্রশ্ন:৭
আম ও পেয়ারা গাছ কার মাধ্যমে বিস্তার লাভ করে ?
(a) দাবাকলম
(b) কলাকর্ষণ
(c) জোড়কলম
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৮
রজঃচক্র দেখা যায়—
(a) এপিসে
(b) মানুষে
(c) কোনােটিই নয়
(d) প্রত্যেকেরই
উত্তর: D
প্রশ্ন:৯
উদ্ভিদের বার্ধক্যের প্রান্তীয় অপরিবর্তনীয় দশা হল—
(a) সাইটোগ্যামেট
(b) জরা
(c) সহমিলন
(d) স্বনিষেক
উত্তর: B
প্রশ্ন:১০
র্যামেট হল—
(a) ক্যালাস
(b) ক্লোন
(c) ক্লোনের অপত্য সংখ্যা
(d) কোশীয় গুচ্ছ
উত্তর: C
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment