সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
একটি বায়ােম-এর উদাহরণ দাও।
উত্তর: টেমপারেট ডেসিডুয়াস ফরেস্ট বা তুন্দ্রা অঞ্চল।
⚘⚘⚘প্রশ্ন:২
স্থিতিশীল কার্বনের প্রধান উৎস কী ?
উত্তর: জীবদেহ ও জীবাশ্ম।
⚘⚘⚘প্রশ্ন:৩
কোনাে একটি নির্দিষ্ট স্থানের বসবাসকারী সকল জীবকে একত্রে কী বলে ?
উত্তর: বায়ােটিক কমিউনিটি।
⚘⚘⚘প্রশ্ন:৪
বায়ুমণ্ডলে CO2-র পরিমাণ কত ?
উত্তর: 0.034%.
⚘⚘⚘প্রশ্ন:৫
উপ-ক্রান্তীয় পর্ণমােচী বনভূমি কোথায় দেখা যায় ?
উত্তর: সাব-ট্রপিক্যাল অঞ্চলে।
⚘⚘⚘প্রশ্ন:৬
প্রাণীদেহে ফসফরাসের গুরুত্ব কী ?
উত্তর: ফসফরাস প্রাণীদেহে অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে।
⚘⚘⚘প্রশ্ন:৭
একটি ল্যান্ডস্কেপ-এর উদাহরণ দাও।
উত্তর: দাক্ষিণাত্যের উপদ্বীপ অংশ।
⚘⚘⚘প্রশ্ন:৮
পরিবেশের O2-এর মূল উৎস কী ?
উত্তর: জল।
⚘⚘⚘প্রশ্ন:৯
কোনাে নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চলে উপস্থিত সমপ্রজাতির জীবের বিভিন্ন পপুলেশনকে কী বলে ?
উত্তর: লােকাল পপুলেশন বা ডেমস।
⚘⚘⚘প্রশ্ন:১০
ট্রপিক্যাল অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা কত ?
উত্তর: 24°C-এর বেশি।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৫[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৭[NEXT]
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
Comments
Post a Comment