বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
অ্যাপােমিক্সিস কী ?
উত্তর: মিয়ােসিস ও নিষেক ব্যাতীত, যে অযৌন জনন সম্পন্ন হয়, তাকে অ্যাপােমিক্সিস বলে।
প্রশ্ন:২
জাইগােট কী ?
উত্তর: দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের (n) মিলনে যে ডিপ্লয়েড (2n) কোশ গঠিত হয়, তাকে জাইগােট বলে।
প্রশ্ন:৩
কন্দ কাদের ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: পেঁয়াজ, রসুন।
প্রশ্ন:৪
কোন্ কোন্ উদ্ভিদ বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে ?
উত্তর: চুপড়ি আলু (Dioscoria), এগেভ (Agave)।
প্রশ্ন:৫
জুম্পাের কাদের ক্ষেত্রে গঠিত হয় ?
উত্তর: ফাইটোপথোরা (Phytophthora), ইউলোথ্রিক্স (Ulothrix)।
প্রশ্ন:৬
যৌন জননের একক কী ?
উত্তর: জনন কোশ বা গ্যামেট।
প্রশ্ন:৭
ম্পােরাঞ্জিওরেণু কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: মিউকর (Mucor)।
প্রশ্ন:৮
কোন্ জলজ উদ্ভিদ টিউরিয়নের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে ?
উত্তর: ইউট্রিকুলারিয়া (Utricularia)।
প্রশ্ন:৯
কোন্ কোন্ গাছ ধাবকের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে ?
উত্তর: আমরুল, শুশনি।
প্রশ্ন:১০
ক্ল্যামাইডােম্পাের কাদের ক্ষেত্রে লক্ষ করা যায় ?
উত্তর: রাইজোপাস (Rhizopus), অ্যাগারিকাস (Agaricus)।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞

Comments
Post a Comment