বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্নঃ১
কবে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালিত হয়?উঃ
২৪শে অক্টোবর
✶✶✶প্রশ্নঃ২
জাতিপুঞ্জের প্রাপ্ত আর্থিক অনুদানের বেশির ভাগটাই কে দেয়?
উঃ
মার্কিন যুক্তরাষ্ট্র
✶✶✶প্রশ্নঃ৩
কে ছিলেন জাতি পুঞ্জের সপ্তম মহাসচিব?
উঃ
কোফি আন্নান
✶✶✶প্রশ্নঃ৪
U.N.0 নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য রাষ্ট কী?
উঃ
চিন ও ফ্রান্স
✶✶✶প্রশ্নঃ৫
WHO কী ?
উঃ
World Health organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা
✶✶✶প্রশ্নঃ৬
কে ‘ হেরেনভক্ তত্বে ’ গভীর বিশ্বাসী ছিলেন ?
উঃ
হিটলার
✶✶✶প্রশ্নঃ৭
মন্টেগু-চেমসফোর্ড আইন প্রবর্তিত হয় ?
উঃ
১৯১৯ সালে
✶✶✶প্রশ্নঃ৮
জাতীয় কংগ্রেসের লাহোের অধিবেশনে ভারতের ‘পূর্ণ স্বাধীনতা’ কে কংগ্রেসের লক্ষ্য বলে ঘােষণা করা হয় কবে?
উঃ
১৯২৯ সালে
✶✶✶প্রশ্নঃ৯
প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় কবে?
উঃ
১৯৩০ সালে
✶✶✶প্রশ্নঃ১০
ভারতে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন কে?
উঃ
B.P ওয়াডিয়া
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment