সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
❁✿❁প্রশ্ন:১
বায়ুমণ্ডলের CO2-র উৎস কী ?
উত্তর: শ্বসন ও দহন।
❁✿❁প্রশ্ন:২
বাস্তুতন্ত্রের দুটি অজৈব উপাদানের নাম লেখাে।
উত্তর: নাইট্রোজেন ও অক্সিজেন।
❁✿❁প্রশ্ন:৩
বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের একটি প্রধান বৈশিষ্ট্য লেখাে।
উত্তর: বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী।
❁✿❁প্রশ্ন:৪
কোন্ প্রকার খাদ্যশৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হয় ?
উত্তর: কর্কর বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলে।
❁✿❁প্রশ্ন:৫
অনাবৃতকরণের দুটি কারণ লেখাে।
উত্তর: বন্যা ও বরফপাত।
❁✿❁প্রশ্ন:৬
বাস্তুতন্ত্রের দুটি জৈব উপাদানের নাম লেখাে।
উত্তর: কার্বোহাইড্রেট ও প্রােটিন।
❁✿❁প্রশ্ন:৭
প্রাণীদের কার্বনের প্রধান উৎস কী ?
উত্তর: উদ্ভিদ খাদ্য।
❁✿❁প্রশ্ন:৮
দুটি মাইক্রোকনজিউমারের উদাহরণ দাও।
উত্তর: ব্যাকটেরিয়া ও ছত্রাক।
❁✿❁প্রশ্ন:৯
কোন্ জীবেদের ওলটানাে পিরামিড দেখা যায় ?
উত্তর: জলজ জীব ও পরজীবী জীবদের।
❁✿❁প্রশ্ন:১০
গুয়ানো কী ?
উত্তর: ফসফেটযুক্ত পাখির বিষ্ঠাকে গুয়ানাে বলে।
❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৩[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৫[NEXT]
❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁
Comments
Post a Comment