বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্ন:১
"শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত" কে রচনা করেন ?✶✶✶প্রশ্ন:২
'প্রাচ্য ও পাশ্চাত্য ' কার রচনা ?
'প্রাচ্য ও পাশ্চাত্য ' কার রচনা ?
উত্তর: স্বামী বিবেকানন্দ এর ।
✶✶✶প্রশ্ন:৩
"বর্তমান ভারত " কে রচনা করেন ?
"বর্তমান ভারত " কে রচনা করেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
✶✶✶প্রশ্ন:৪
শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ?
শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
✶✶✶প্রশ্ন:৫
বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসটির নাম কি ?
বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসটির নাম কি ?
উত্তর: "দুর্গেশনন্দিনী"।
✶✶✶প্রশ্ন:৬
"কমলাকান্তের দপ্তর " রচনা টি কার লেখা ?
"কমলাকান্তের দপ্তর " রচনা টি কার লেখা ?
উত্তর: বঙ্কিমচন্দ্রের।
✶✶✶প্রশ্ন:৭
"বন্দেমাতরম " ধ্বনি কোন উপন্যাসে রয়েছে ?
"বন্দেমাতরম " ধ্বনি কোন উপন্যাসে রয়েছে ?
উত্তর: আনন্দমঠ।
✶✶✶প্রশ্ন:৮
"একেই কি বলে সভ্যতা " কার রচনা ?
"একেই কি বলে সভ্যতা " কার রচনা ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের।
✶✶✶প্রশ্ন:৯
"নীলদর্পণ" কার রচনা ?
"নীলদর্পণ" কার রচনা ?
উত্তর: দীনবন্ধু মিত্রের।
✶✶✶প্রশ্ন:১০
নীলদর্পণ কে ইংরেজিতে অনুবাদ করেন ?
নীলদর্পণ কে ইংরেজিতে অনুবাদ করেন ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment