বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
DNA বা RNA কে অ্যাসিড বলা হয় কেন ?
উত্তর: DNA বা RNA অণুর নিউক্লিওটাইডে অবস্থিত ফসফেট অংশ কোশীয় দ্রবণে প্রােটন বা H+ আয়ন মুক্ত করে বলে এদের অ্যাসিড বলা হয়।
★★★প্রশ্ন:২
মিউটন কী ?
উত্তর: DNA অণুর যে ক্ষুদ্রতম অংশে পরিব্যক্তি ঘটে তাকে মিউটন বলে। একটি মিউটন একজোড়া নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়।
★★★প্রশ্ন:৩
রাে ফ্যাক্টর কী ?
উত্তর: RNA সংশ্লেষের সমাপ্তি ঘােষণাকারী প্রােটিন ফ্যাকটরকে রাে ফ্যাক্টর বলে।
★★★প্রশ্ন:৪
এক্সন কাকে বলে ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে সংশ্লেষিত RNA প্রেরণে অংশ থেকে কোনাে প্রােটিন সংশ্লেষের বার্তা RRNA-এর যে সক্রিয় অংশ থেকে প্রােটিন সংশ্লেষের বার্তা mRNA-তে সরবরাহ হয় তাকে এক্সন বলে।
★★★প্রশ্ন:৫
জিনােম কাকে বলে ?
উত্তর: জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমােজোমে জিনের সমষ্টিকে জিনােম বলে।
★★★প্রশ্ন:৬
টেমপ্লেট স্ট্র্যান্ড কাকে বলে ?
উত্তর: মাতৃ DNA অণুর যে তন্ত্রীর বেসের পরিপূরক বেস সমন্বিত অপত্য DNA তন্ত্রী গঠিত হয় তাকে টেমপ্লেট বা ছাঁচ DNA স্ট্র্যান্ড বলে।
★★★প্রশ্ন:৭
ক্রোমােসেন্টার কাকে বলে ?
উত্তর: ইন্টারফেজ নিউক্লিয়াসে ক্রোমােজোমের গাঢ়ভাবে রঞ্চিত হেটারােক্রোমাটিন অংশগুলিকে ক্রোমােসেন্টার বলে।
★★★প্রশ্ন:৮
সিস্ট্রন কাকে বলে ?
উত্তর: DNA অণুর যে ক্ষুদ্রতম অংশে একটি পলিপেপটাইড সংশ্লেষের জন্য প্রয়ােজন হয় তাকে সিস্ট্রন বলে।
★★★প্রশ্ন:৯
ইন্ট্রন কাকে বলে ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে সংশ্লেষিত mRNA-তে সরবরাহ হয় না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, তাকে ইন্ট্রন বলে।
★★★প্রশ্ন:১০
জিনপুল কী ?
উত্তর: মেন্ডেলীয় জনসংখ্যার অন্তর্গত সকল প্রজাতির জিনসমষ্টিকে জিনপুল বলে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

Comments
Post a Comment