সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
PCR কী ?
উত্তর: যান্ত্রিক উপায়ে DNA সংশ্লেষণের একটি পদ্ধতি হল PCR।
★★★প্রশ্ন:২
ক্লোনিং কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি কোশ থেকে একইরকম জিনগত গঠনবিশিষ্ট অনেক কোশ তৈরি হয়।
★★★প্রশ্ন:৩
জিন প্রযুক্তিতে ব্যবহৃত কতকগুলি ক্লোনি ভেক্টরের নাম করাে।
উত্তর: প্লাসমিড, কসমিড, ব্যাকটেরিওফাজ ও কৃত্রিম ক্রোমােজোম।
★★★প্রশ্ন:৪
ভেক্টর কী ?
উত্তর: জিন ক্লোনিং-এর জন্য ভেক্টর হল এমন এক মাধ্যম যার সাহায্যে ইপ্সিত জিনকে পােষক কোশের মধ্যে ঢােকানাে যায়।
★★★প্রশ্ন:৫
সার্দান ব্লটিং পদ্ধতিটি কে প্রবর্তন করেন ?
উত্তর: এডওয়ার্ড সাদার্ন।
★★★প্রশ্ন:৬
ইউক্যারিয়ট পােষক হিসেবে একটি বহুল ব্যবহৃত জীবের নাম করাে।
উত্তর: ইস্ট।
★★★প্রশ্ন:৭
টোটিপােটেন্সি কাকে বলে ?
উত্তর: যে ক্ষমতাবলে কোনাে প্রাণীকোশ একটি পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টিতে সক্ষম হয়।
★★★প্রশ্ন:৮
ট্রান্সজেনিক কী ?
উত্তর: ট্রান্সজেনিক জীব সৃষ্টির জন্য যে অভীষ্ট জিনটি ব্যবহৃত হয়।
★★★প্রশ্ন:৯
cDNA লাইব্রেরি কী ?
উত্তর: কোনাে একটি কোশের সমস্ত m-RNA থেকে উৎপন্ন c-DNA কপিগুলিকে একসঙ্গে c-DNA লাইব্রেরি বলা হয়।
★★★প্রশ্ন:১০
PCR পদ্ধতি কে আবিষ্কার করেন ?
উত্তর: ক্যারি মুলিস।
❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৪[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৬[NEXT]
❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁❁✿❁
Comments
Post a Comment