সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✰✰✰প্রশ্ন:১
দূষণ ঘটায় এরূপ তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দাও।
উত্তর: কার্বন-14; রেডিয়াম-226, 228; ইউরেনিয়াম-235; স্ট্রনশিয়াম-90।
✰✰✰প্রশ্ন:২
দূষণ ঘটায় এরূপ আগাছানাশকের উদাহরণ দাও।
উত্তর: 2, 4-D; 2, 4, 5-T।
✰✰✰প্রশ্ন:৩
জলদূষণ নিয়ন্ত্রনের ব্যক্তিগত উপায় উল্লেখ করাে।
উত্তর: জলাশয়ে ফুল-পাতা না ফেলা এবং জামা-কাপড় না কাচা।
✰✰✰প্রশ্ন:৪
বিপজ্জনক বর্জ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তর: চিকিৎসায় ব্যবহৃত গজ, তুলাে, সিরিঞ্জ, নিডিল ইত্যাদি।
✰✰✰প্রশ্ন:৫
প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখাে।
উত্তর: ক্লোরাে ফ্লুরােকার্বন।
✰✰✰প্রশ্ন:৬
অস্থি টিউমার ঘটায় কোন্ তেজস্ক্রিয় পদার্থ ?
উত্তর: স্টনসিয়াম-90।
✰✰✰প্রশ্ন:৭
জল দূষণঘটিত রােগের উদাহরণ দাও।
উত্তর: কলেরা, টাইফয়েড, আমাশয়, ফ্লুরােসিস।
✰✰✰প্রশ্ন:৮
মানবদেহে আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রােগকে কী বলে ?
উত্তর: আর্সেনিকোসিস।
✰✰✰প্রশ্ন:৯
কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণে দুটি উপায় লেখাে।
উত্তর: রিসাইক্লিং এবং বার্নিং।
✰✰✰প্রশ্ন:১০
গােবর সার কীভাবে বায়ুদূষণ ঘটায় ?
উত্তর: মিথেন গ্যাস সৃষ্টি করে।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৬[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪৮[NEXT]
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
Comments
Post a Comment