বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
ল্যাপারােস্কোপির সাহায্যে চলনশীল শুক্রাণু এবং দুটি অনিষিক্ত ডিম্বাণুকে ফ্যালােপিয়ান নালিতে প্রতিস্থাপন করাকে কী বলে ?
উত্তর: গ্যামেট ইন্ট্রা ফ্যালােপিয়ান ট্রান্সফার।
⚘⚘⚘প্রশ্ন:২
জেনিটাল ওয়ার্টস্ বা জননেন্দ্রিয়ের আঁচিল কোন্ ভাইরাসের দরুন ঘটে থাকে ?
উত্তর: Human papilloma virus.
⚘⚘⚘প্রশ্ন:৩
MIP এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত ?
উত্তর: 12 সপ্তাহ (First trimester)।
⚘⚘⚘প্রশ্ন:৪
ওয়াইডাল পরীক্ষাটি কোন্ রােগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
উত্তর: টাইফয়েডের জ্বর নির্ণয়ে।
⚘⚘⚘প্রশ্ন:৫
দুটি এমারজেন্সি গর্ভনিরােধকের নাম লেখাে।
উত্তর: Noval, ipil ইত্যাদি।
⚘⚘⚘প্রশ্ন:৬
MTP কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর: Medical Termination of Pregnancy.
⚘⚘⚘প্রশ্ন:৭
মৌখিক গর্ভনিরােধক বড়িতে পাওয়া যায় এমন দুটি হরমােনের নাম লেখাে।
উত্তর: ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন।
⚘⚘⚘প্রশ্ন:৮
একটি মর্নিং আফটার পিলস্-এর নাম করাে।
উত্তর: পিল-72।
⚘⚘⚘প্রশ্ন:৯
পুরুষদের উচ্চ প্রােস্টাগ্ল্যান্ডিন এবং কম ফ্রুকটোজ কনটেন্ট থাকলে কী হতে পারে ?
উত্তর: বন্ধ্যাত্ব।
⚘⚘⚘প্রশ্ন:১০
জেনিটাল হারপিসের প্যাথােজেনটির নাম লেখাে।
উত্তর: Herpes simplex virus.
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment