নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
ল্যাপারােস্কোপির সাহায্যে চলনশীল শুক্রাণু এবং দুটি অনিষিক্ত ডিম্বাণুকে ফ্যালােপিয়ান নালিতে প্রতিস্থাপন করাকে কী বলে ?
উত্তর: গ্যামেট ইন্ট্রা ফ্যালােপিয়ান ট্রান্সফার।
⚘⚘⚘প্রশ্ন:২
জেনিটাল ওয়ার্টস্ বা জননেন্দ্রিয়ের আঁচিল কোন্ ভাইরাসের দরুন ঘটে থাকে ?
উত্তর: Human papilloma virus.
⚘⚘⚘প্রশ্ন:৩
MIP এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত ?
উত্তর: 12 সপ্তাহ (First trimester)।
⚘⚘⚘প্রশ্ন:৪
ওয়াইডাল পরীক্ষাটি কোন্ রােগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
উত্তর: টাইফয়েডের জ্বর নির্ণয়ে।
⚘⚘⚘প্রশ্ন:৫
দুটি এমারজেন্সি গর্ভনিরােধকের নাম লেখাে।
উত্তর: Noval, ipil ইত্যাদি।
⚘⚘⚘প্রশ্ন:৬
MTP কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর: Medical Termination of Pregnancy.
⚘⚘⚘প্রশ্ন:৭
মৌখিক গর্ভনিরােধক বড়িতে পাওয়া যায় এমন দুটি হরমােনের নাম লেখাে।
উত্তর: ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন।
⚘⚘⚘প্রশ্ন:৮
একটি মর্নিং আফটার পিলস্-এর নাম করাে।
উত্তর: পিল-72।
⚘⚘⚘প্রশ্ন:৯
পুরুষদের উচ্চ প্রােস্টাগ্ল্যান্ডিন এবং কম ফ্রুকটোজ কনটেন্ট থাকলে কী হতে পারে ?
উত্তর: বন্ধ্যাত্ব।
⚘⚘⚘প্রশ্ন:১০
জেনিটাল হারপিসের প্যাথােজেনটির নাম লেখাে।
উত্তর: Herpes simplex virus.
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment