WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
ক্রোমােজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়—
(a) গ্যামেটের ক্ষেত্রে
(b) বীজের ক্ষেত্রে
(c) জাইগােটের ক্ষেত্রে
(d) ভ্রূণের ক্ষেত্রে
উত্তর: A
প্রশ্ন:২
অঙ্গজ জননের গুরুত্ব হল—
(a) বেশি সংখ্যায় অপত্য উৎপন্ন করে যারা পিতামাতার সঙ্গে বংশগত সামঞ্জস্য বজায় রাখে
(b) এটি একটি প্রাচীনতম পদ্ধতি
(c) এর মাধ্যমে উৎপন্ন অপত্যগুলি রােগজীবাণু ও পেস্টের থেকে আত্মরক্ষায় সক্ষম হয়
(d) এটি ভেদ বা প্রকরণ ঘটাতে ক্রিয়াশীল
উত্তর: A
প্রশ্ন:৩
প্রাণীদেহে জুভেনাইল দশা নিম্নলিখিত কোন্ দশাকে অনুসরণ করে ?
(a) জনন দশা
(b) অঙ্গজ দশা
(c) বার্ধক্য দশা
(d) জরা দশা
উত্তর: A
প্রশ্ন:৪
ব্রায়ােফাইলামের অযৌন জননকারী অংশটি হল—
(a) অস্থানিক মুকুল
(b) ঊর্ধ্বধাবক
(c) ধাবক
(d) কন্দ
উত্তর: A
প্রশ্ন:৫
উদ্ভিদের কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও গােলাকার আকৃতি ধারণ করে যাকে বলে—
(a) কন্দ
(b) বুলবিল
(c) স্ফীতকন্দ
(d) খর্বধাবক
উত্তর: B
প্রশ্ন:৬
জু-রেণু হল অযৌন জননকারী অংশ, যা দেখা যায়—
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) শুধুমাত্র a
(d) b ও a উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৭
জীবের জীবনচক্রের পর্যায়গুলি হল—
(a) পরিণত দশা
(b) জুভেনাইল দশা
(c) জরা এবং মৃত্যু
(d) প্রত্যেকটিই
উত্তর: D
প্রশ্ন:৮
সমদেহী ও সহবাসী—এই দুটির অর্থ হল—
(a) একলিঙ্গ অবস্থা
(b) উভয়লিঙ্গ অবস্থা
(c) পুংপুষ্প
(d) স্ত্রীপুষ্প
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিতের মধ্যে কোনটি সহবাসী উদ্ভিদ ?
(a) তালগাছ
(b) পেঁপে গাছ
(c) নারকেল গাছ
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
তােতাপাখির সর্বাধিক বয়সসীমা হল—
(a) 25 বছর
(b) 500 বছর
(c) 140 বছর
(d) 90 বছর
উত্তর: C
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment