সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✸✸✸প্রশ্ন:১
সংকর জীব ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিতৃ জীবের মধ্যে সংঘটিত সংকরায়ণকে কী বলা হয় ?
উত্তর: টেস্ট ক্রস।
✸✸✸প্রশ্ন:২
স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার পুত্র সন্তান কীরূপ দৃষ্টিশক্তিযুক্ত হবে ?
উত্তর: বর্ণান্ধতা দৃষ্টিশক্তিযুক্ত হবে।
✸✸✸প্রশ্ন:৩
যে অ্যালিল অপর অ্যালিলের উপস্থিতিতে নিজেকে প্রকাশ করতে অক্ষম হয়, তাকে কী বলে ?
উত্তর: প্রচ্ছন্ন অ্যালিল।
✸✸✸প্রশ্ন:৪
নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়াতে কটি লিংকেজ গ্রুপ আছে ?
উত্তর: একটি।
✸✸✸প্রশ্ন:৫
মানুষের ক্ষেত্রে একটি বহুজিন উত্তরাধিকারের উদাহরণ দাও।
উত্তর: মানুষের ত্বকের রং।
✸✸✸প্রশ্ন:৬
ব্লিডারস ডিজিজ (Bleeder's disease) কাকে বলে ?
উত্তর: হিমােফিলিয়া-A কে।
✸✸✸প্রশ্ন:৭
দুটি প্রকট অ্যালিলের একই সঙ্গে প্রকাশিত হওয়ার ঘটনাকে কী বলে ?
উত্তর: সহপ্রকটতা।
✸✸✸প্রশ্ন:৮
কোনটির অভাবে মানুষের অ্যালজাইমার রােগ হয় ?
উত্তর: অ্যাসিটাইলকোলিন।
✸✸✸প্রশ্ন:৯
সম্পূর্ণ লিংকেজ দেখা যায় এমন একটি জীবের উদাহরণ দাও।
উত্তর: পুরুষ ড্রসােফিলা।
✸✸✸প্রশ্ন:১০
একটি ক্ষয়িষ্ণু পদার্থের উদাহরণ দাও।
উত্তর: জৈব সার।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৫[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৭[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment