সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন ১
মানুষের দীর্ঘ স্নায়ু কোনটি ?
উত্তর: সায়াটিক নার্ভ।
★★★প্রশ্ন ২
মানুষের করোটি স্নায়ু কত জোড়া ?
উত্তর: ১২ জোড়া।
★★★প্রশ্ন ৩
একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও ?
উত্তর: ভেগাস স্নায়ু।
★★★প্রশ্ন ৪
মানবদেহের সবচেয়ে ছোটো অস্থি কোনটি ?
উত্তর: স্টেপিস।
★★★প্রশ্ন ৫
রেটিনার কোন কোশের সংখ্যা কত ?
উত্তর: প্রায় ৬৫ লক্ষ।
★★★প্রশ্ন ৬
আমাদের দেহে অবস্থিত একটি মিশ্রগ্রন্থির নাম বলো ?
উত্তর: অগ্ন্যাশয়।
★★★প্রশ্ন ৭
আপতকালীন হরমোন কোনটি ?
উত্তর: অ্যাড্রিনালিন।
★★★প্রশ্ন ৮
কোন্ হরমোনের অধিক ক্ষরণে গয়টার রোগ হয় ?
উত্তর: থাইরক্সিন।
★★★প্রশ্ন ৯
কোন্ হরমোন ফুল ফুটতে সাহায্য করে ?
উত্তর: ফ্লোরিজেন।
★★★প্রশ্ন ১০
কোন্ হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে ?
উত্তর: থাইরক্সিন।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৫[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৭[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment