সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
ইকুয়াস কোন্ যুগে উৎপত্তি লাভ করে ?
উত্তর: ইকুয়াস প্লিসটোসিন যুগে উৎপত্তি লাভ করে।
★★★প্রশ্ন:২
কমপ্রেসন কাকে বলে ?
উত্তর: সাধারণত উদ্ভিদ জীবাশ্মের একটি প্রকারকে কমপ্রেসন (Compression) বলে।
★★★প্রশ্ন:৩
আধুনিক প্যালিওন্টোজলির স্থপতি কে ?
উত্তর: আধুনিক প্যালিওন্টোলজির স্থপতি হলেন ক্যুভিয়ের (Cuvier)।
★★★প্রশ্ন:৪
কোন্ যুগকে “সরীসৃপের যুগ” বলা হয় ?
উত্তর: মেসােজোয়িক যুগকে “সরীসৃপের যুগ” বলা হয়।
★★★প্রশ্ন:৫
কোন্ যুগে আর্কিওপটেরিক্স-এর অস্তিত্ব ছিল ?
উত্তর: জুরাসিক পিরিয়ডে আর্কিওপটেরিক্স-এর অস্তিত্ব ছিল।
★★★প্রশ্ন:৬
প্যালিওন্টোলজি কাকে বলে ?
উত্তর: জীবাশ্ম তথ্যের ওপর ভিত্তি করে জীবজগতের অতীত জীবনের অধ্যয়নকে প্যালিওন্টোলজি (Palaeontology) বলে।
★★★প্রশ্ন:৭
আধুনিক ঘােড়ার নাম কী ?
উত্তর: আধুনিক ঘােড়ার নাম ইকুয়াস (Equus)।
★★★প্রশ্ন:৮
রেডিয়াে অ্যাকটিভ কার্বন দ্বারা কত বছর আগের জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় ?
উত্তর: রেডিয়াে অ্যাকটিভ কার্বন দ্বারা 45000 বছর আগের জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়।
★★★প্রশ্ন:৯
প্যালিওন্টোলজির জনক বলা হয় কাকে ?
উত্তর: লিওনার্দ দ্য ভিঞ্চি (Leonard de Vinci, ইতালি)-কে প্যালিওন্টোলজির জনক বলা হয়।
★★★প্রশ্ন:১০
ঘােড়ার প্রথম জীবাশ্মটির (পূর্বপুরুষ) নাম কী ?
উত্তর: ঘােড়ার প্রথম জীবাশ্মটির (পূর্বপুরুষ) নাম—ইওহিপ্পাস (Eohippus)।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৭[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৯[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment