সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹প্রশ্ন:১
ঋতুস্রাবের কতদিনের মাথায় ওভিউলেশন ঘটে ?
উত্তর: 14.
✹✹প্রশ্ন:২
ঊটিড কাকে বলে ?
উত্তর: প্রাথমিক ঊসাইট মিয়ােসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ঊটিড গঠন করে।
✹✹প্রশ্ন:৩
ABP-এর পুরাে নাম লেখাে।
উত্তর: অ্যানড্রোজেন বাইন্ডিং প্রােটিন (Androgen Binding Protein)।
✹✹প্রশ্ন:৪
শুক্র উৎপাদক নালিকার অপর নাম কী ?
উত্তর: সেমিনিফেরাস নালিকা।
✹✹প্রশ্ন:৫
ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কী বলা হয় ?
উত্তর: ঊপ্লাজম।
✹✹প্রশ্ন:৬
ক্যাপাসিটেশন কাকে বলে ?
উত্তর: স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাণুর সক্রিয় হওয়ার পদ্ধতিকে শুক্রাণুর ক্যাপাসিটেশন বলে।
✹✹প্রশ্ন:৭
করপাস স্পঞ্জিওসাম পেশি কোথায় দেখা যায় ?
উত্তর: শিশ্নে।
✹✹প্রশ্ন:৮
স্পার্মাটোজেনেসিসের কোন্ দশায় সদৃশ বিভাজন দেখা যায় ?
উত্তর: স্পার্মাটিড গঠনের পূর্ণতা প্রাপ্তি দশায়।
✹✹প্রশ্ন:৯
ডিম্বাণুর কোশপুঞ্জের মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকে কী বলে ?
উত্তর: অ্যানট্রাম।
✹✹প্রশ্ন:১০
ভাইটেলাইন পর্দা ও জোনা পেলুসিডার মাঝের স্থানকে কী বলে ?
উত্তর: পেরিভাইটেলাইন স্পেস।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৪[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment