বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
যে সকল উদ্ভিদ কম আলােয় জন্মায় তাদের কী বলে ?
উত্তর: শেড প্ল্যান্ট বা সিওফাইটস।
★★★প্রশ্ন:২
পুকুরের কিনারা কীরূপে হ্যাবিট্যাট ?
উত্তর: মাইক্রোহ্যাবিট্যাট।
★★★প্রশ্ন:৩
Poulation শব্দের উৎস কী ?
উত্তর: ল্যাটিল শব্দ Populas।
★★★প্রশ্ন:৪
স্থলজ উদ্ভিদ মাটির কোন্ জল শােষণ করে ?
উত্তর: কৈশিক জল।
★★★প্রশ্ন:৫
কোন্ জলজ উদ্ভিদের মূল থাকে না ?
উত্তর: উলফিয়া (Wolffia)।
★★★প্রশ্ন:৬
কোন্ অতিবেগুনি রশ্মির প্রভাবে জীবের মৃত্যু ঘটতে পারে ?
উত্তর: Uv-C.
★★★প্রশ্ন:৭
যে সকল উদ্ভিদ উজ্জ্বল আলােয় জন্মায় তাদের কী বলে ?
উত্তর: সান প্ল্যান্ট বা হেলিফাইট।
★★★প্রশ্ন:৮
ওজোনস্তর কোন্ অ্যাটমােস্ফিয়ারের অন্তর্গত ?
উত্তর: স্ট্যাটোস্ফিয়ার।
★★★প্রশ্ন:৯
ডিকম্পােজারের উদাহরণ দাও।
উত্তর: ব্যাকটেরিয়া, ছত্রাক।
★★★প্রশ্ন:১০
কোন্ জাঙ্গল উদ্ভিদের পর্ণকাণ্ড দেখা যায় ?
উত্তর: ফণীমনসা (Opunita)।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

Comments
Post a Comment