সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন ১
কোন্ হরমোন ফল পাকতে সাহায্য করে ?
উত্তর: ইথিলিন।
⚘⚘⚘প্রশ্ন ২
একটি উদ্ভিদ হরমোনের নাম বলো ?
উত্তর: অক্সিন।
⚘⚘⚘প্রশ্ন ৩
জিন কোথায় থাকে ?
উত্তর: ক্রোমোজোমে।
⚘⚘⚘প্রশ্ন ৪
নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কী বলে ?
উত্তর: ক্যারিওকাইনেসিস।
⚘⚘⚘প্রশ্ন ৫
মানুষের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর: ২৩ জোড়া বা ৪৬ টি।
⚘⚘⚘প্রশ্ন ৬
Y-ক্রোমোজোম অবস্থিত জিনকে কী বলে ?
উত্তর: হল্যানড্রিক জিন।
⚘⚘⚘প্রশ্ন ৭
পাতার দ্বারা জনন সম্পন্ন করে কোন্ উদ্ভিদ ?
উত্তর: পাথরকুচি উদ্ভিদ।
⚘⚘⚘প্রশ্ন ৮
কোরকোদগমের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন্ উদ্ভিদ ?
উত্তর: ইস্ট।
⚘⚘⚘প্রশ্ন ৯
কোরকোদগমের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে কোন্ উদ্ভিদ?
উত্তর: হাইড্রা।
⚘⚘⚘প্রশ্ন ১০
কোন্ স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তর: হংসচঞু বা প্ল্যাটিপাস।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৬[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৮[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment