WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
ব্যক্তবীজী উদ্ভিদরা ফল ব্যতীত বীজ বহন করে কারণ—
(a) ভ্রূণ অনুপস্থিত
(b) ডিম্বাশয় অনুপস্থিত
(c) ডিম্বক অনুপস্থিত
(d) বীজপত্র অনুপস্থিত
উত্তর: B
প্রশ্ন:২
গােল আলুর কন্দমুকুল হল—
(a) কাণ্ডজ মুকুল
(b) মূলজ মুকুল
(c) ফুলের মুকুল
(d) কাক্ষিক মুকুল
উত্তর: D
প্রশ্ন:৩
পিস্টিয়ার (Pistia) অঙ্গজ জনন ঘটে—
(a) ঊর্ধ্বধাবকের মাধ্যমে
(b) ধাবকের মাধ্যমে
(c) খর্বধাবকের মাধ্যমে
(d) বক্র ধাবকের মাধ্যমে
উত্তর: C
প্রশ্ন:৪
যখন একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডের উপর স্থানান্তরিত হয়, তখন তাকে বলে—
(a) অসঙ্গজনি
(b) স্বনিষেক
(c) স্ব-উদ্ভিদ ভিন্ন পরাগী
(d) স্বজাতি ভিন্ন পরাগযােগ
উত্তর: B
প্রশ্ন:৫
সপুষ্পক উদ্ভিদের ন্যায়, নিম্নলিখিত কোন্ শৈবালে ডিপ্লন্টিক জীবনচক্র সম্পন্ন হয় ?
(a) এক্টোকারপাস
(b) ফিউকাস
(c) স্পাইরােগাইরা
(d) পলিসাইফোনিয়া
উত্তর: B
প্রশ্ন:৬
দুটি মিয়ােসিস কোশ বিভাজনের মধ্যবর্তী দশাটি হল—
(a) সাইটোকাইনেসিস
(b) ক্যারিওকাইনেসিস
(c) ডায়াকাইনেসিস
(d) ইন্টারফেজ
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ পদ্ধতির মাধ্যমে ক্লোন ব্যাকটেরিয়া উৎপন্ন হয় ?
(a) কনজুগেশন
(b) ট্রান্সডাকশন
(c) দ্বি-বিভাজন
(d) ট্রান্সফরমেশন
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিতের মধ্যে কোনটি জল দ্বারা পরাগিত হয় ?
(a) Yucca.
(b) Oxalis.
(c) Zostera.
(d) Viola.
উত্তর: C
প্রশ্ন:৯
মাছির মিয়ােসাইটের ক্রোমােজোম সংখ্যা হল—
(a) 21
(b) 23
(c) 12
(d) 8
উত্তর: C
প্রশ্ন:১০
ছত্রাকের অযৌন জনন ঘটে—
(a) গ্যামেটানজিয়ার দ্বারা
(b) কনিডিওস্পােরের মাধ্যমে
(c) এন্ডােস্পােরেরর মাধ্যমে
(d) এক্সোস্পােরের মাধ্যমে
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment