সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
ইভনিং প্রিমরােজ-এর বিজ্ঞানসম্মত নাম লেখাে।
উত্তর: Oenothera lamarckiana.
⚘⚘⚘প্রশ্ন:২
DNA-এর রাসায়নিক গঠনের পরিবর্তনের ফলে কী ঘটে ?
উত্তর: মিউটেশন।
⚘⚘⚘প্রশ্ন:৩
বিবর্তনের একক কী ?
উত্তর: জনগােষ্ঠী (Populations)।
⚘⚘⚘প্রশ্ন:৪
হুগাে দ্য ভিস কোন্ উদ্ভিদের ওপর পরীক্ষা করেছিলেন ?
উত্তর: ইভনিং প্রিমরােজ (Evening Primrose)।
⚘⚘⚘প্রশ্ন:৫
ক্যানসার কোশগুলি উৎপত্তিস্থল থেকে সমগ্র দেহে ছড়িয়ে পড়াকে কী বলে ?
উত্তর: মেটাস্ট্যাসিস।
⚘⚘⚘প্রশ্ন:৬
মাদকাসক্তি দূর করার জন্য কোন চিকিৎসাপদ্ধতির সাহায্য নেওয়া হয় ?
উত্তর: ডিটক্সিফিকেশন।
⚘⚘⚘প্রশ্ন:৭
মেনিনজিওমা ক্যানসার কোথায় হয় ?
উত্তর: মেনিনজেসে (স্নায়ুকলার ক্যানসার)।
⚘⚘⚘প্রশ্ন:৮
হুগাে দ্য ভ্রিসের তত্ত্বটি লেখাে।
উত্তর: Theory of Mutation।
⚘⚘⚘প্রশ্ন:৯
লিউকোমিয়ার জন্য দায়ী অঙ্কোজিন কোনটি ?
উত্তর: ab1.
⚘⚘⚘প্রশ্ন:১০
কোন্ পদ্ধতি একই জীবগােষ্ঠীর অন্তর্ভুক্ত জীবদের মধ্যে পার্থক্য তৈরি করে ?
উত্তর: মিউটেশন।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২০[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২২[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment