WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
বিপরীত পরাগযােগের একটি আদর্শ উদাহরণ হল—
(a) ভুট্টা
(b) আলু
(c) টম্যাটো
(d) গম
উত্তর: A
প্রশ্ন:২
একটি সস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদ হল—
(a) ভুট্টা
(b) রেড়ি
(c) ছােলা
(d) মটর
উত্তর: B
প্রশ্ন:৩
নিষেক ব্যতীত বীজ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে—
(a) অ্যাপোস্পোরি
(b) জরায়ুজ
(c) পার্থেনোকাৰ্পি
(d) অ্যাপােগ্যামি
উত্তর: C
প্রশ্ন:৪
পার্থেনােকাৰ্পি নিম্নলিখিত কোনটির অর্থনৈতিক মূল্য হ্রাস করে ?
(a) Cocos nucifera.
(b) Cuscuta.
(c) Mangifera indica
(d) Punica granatum
উত্তর: D
প্রশ্ন:৫
পুষ্পাক্ষ হল—
(a) ডিম্বাশয়ের নিম্নভাগ
(b) পাপড়ির রূপান্তর
(c) পুংরেণুর রূপান্তর
(d) ফুলের যে অংশে পুষ্পস্তবকগুলি বিরাজ করে
উত্তর: D
প্রশ্ন:৬
পাখির দ্বারা বীজের বিস্তার ঘটানাের উপায় হল—
(a) ঠোঁটে করে বীজ নিয়ে যাওয়া
(b) ফল খাওয়া এবং পরিপাকের পর বীজ পাখির অন্ত্রে থাকা
(c) পালকের সাহায্যে বহন করা
(d) ফল খেয়ে বীজগুলি অক্ষত অবস্থায় বিষ্ঠার সঙ্গে নির্গত করা
উত্তর: D
প্রশ্ন:৭
সিনগ্যামি হল—
(a) সাইটোপ্লাজমের মিলন
(b) একই প্রকার দুটি স্পােরের মিলন
(c) দুটি পৃথক আকৃতির স্পােরের মিলন
(d) গ্যামেটদ্বয়ের মিলন
উত্তর: D
প্রশ্ন:৮
স্টোলন বা বক্ৰধাবক দেখা যায় কোন্ প্রকার উদ্ভিদে ?
(a) Mentha.
(b) Pistia.
(c) Colocasia.
(d) Asparagus.
উত্তর: A
প্রশ্ন:৯
নতুন কলাগাছ নিম্নলিখিত কোনটি থেকে উৎপন্ন হয় ?
(a) স্টোলন
(b) বীজ
(c) রাইজোম
(d) সাকার
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোন্ প্রকার পার্থেনােজেনেসিসে শুধুমাত্র পুংজীব উৎপন্ন হয় ?
(a) থেলিটকি
(b) অ্যাম্ফিটকি
(c) আরহেনােটকি
(d) a ও b উভয়ই
উত্তর: C
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment