সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
বহুবিভাজন কী ?
উত্তর: যে প্রক্রিয়ায় মাতৃজীব বিভাজিত হয়ে বহু অপত্য জীব সৃষ্টি হয়।
⚘⚘⚘প্রশ্ন:২
সস্যল বীজে কোথায় খাদ্য সঞ্চিত থাকে ?
উত্তর: সস্যে খাদ্য সঞ্চিত থাকে।
⚘⚘⚘প্রশ্ন:৩
জনন কী ?
উত্তর: জনিতৃজীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে জনন বলে।
⚘⚘⚘প্রশ্ন:৪
কোন্ দুটি প্রাণী দ্বি-বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে ?
উত্তর: অ্যামিবা (Amoeba), প্ল্যানেরিয়া (Planaria)।
⚘⚘⚘প্রশ্ন:৫
বাডিং কী ?
উত্তর: জনিতৃ দেহ থেকে উৎপন্ন কোরক থেকে বংশবিস্তার করা কে বাডিং বলে।
⚘⚘⚘প্রশ্ন:৬
কোন্ উদ্ভিদে ভ্রূণস্থলীর মধ্যে বেশি সংখ্যায় প্রতিপাদ কোশ লক্ষ করা যায় ?
উত্তর: Drusa-র ক্ষেত্রে লক্ষ করা যায়।
⚘⚘⚘প্রশ্ন:৭
জীবন কাল কাকে বলে ?
উত্তর: জীবের জন্মের পর থেকে স্বাভাবিক মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কে জীবনকাল বলে।
⚘⚘⚘প্রশ্ন:৮
উভলিঙ্গ প্রাণী কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে সকল প্রাণীর ক্ষেত্রে পুং এবং স্ত্রী উভয় জননাঙ্গই উপস্থিত । উদাহরণ: টিনিয়া (Taenia)।
⚘⚘⚘প্রশ্ন:৯
ইমাসকুলেশনের প্রধান উদ্দেশ্য কী ?
উত্তর: স্বনিষেক প্রতিহত করা।
⚘⚘⚘প্রশ্ন:১০
প্লাসমােটোমি কাদের ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: ওপালিনা (Opalina), পেলােমিক্সা (Pelomyxa)-র ক্ষেত্রে দেখা যায়।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৯[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১১[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment