বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹প্রশ্ন:১
ফিটাস কী ?
উত্তর: 9 সপ্তাহ থেকে জন্ম হওয়া পর্যন্ত ভ্ৰূণ যখন পরিণত হয়ে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয় তখন তাকে ফিটাস বলে।
✹✹প্রশ্ন:২
ট্রোফোব্লাস্ট বলতে কী বােঝাে ?
উত্তর: ডিম্বনালিতে অবস্থানকালে নিষিক্ত ডিম্বাণুর চারিদিকে যে কোশস্তরের সৃষ্টি হয় তাকে ট্রোফোব্লাস্ট বলে।
✹✹প্রশ্ন:৩
পরিণত ভ্ৰূণ কীসের সাহায্যে জরায়ুর প্রাচীরে সংলগ্ন থাকে ?
উত্তর: নাভিরজ্জুর সাহায্যে।
✹✹প্রশ্ন:৪
কোন্ হরমােনের প্রভাবে রজঃস্রাব শুরু হয় ?
উত্তর: প্রােজেস্টেরন।
✹✹প্রশ্ন:৫
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ শুরু হয় ?
উত্তর: অক্সিটোসিন।
✹✹প্রশ্ন:৬
নিষেক পর্দা কাকে বলে ?
উত্তর: নিষেকের পর ডিম্বাণুর চারপাশে যে পর্দার আবির্ভাব হয় তাকে নিষেক পর্দা বলে।
✹✹প্রশ্ন:৭
ভ্ৰূণ যে তিনটি ভ্ৰূণ পর্দা পরিবেষ্টিত থাকে তাদের নাম লেখাে।
উত্তর: অ্যামনিয়ন, কোরিওন ও অ্যালানটয়েস।
✹✹প্রশ্ন:৮
অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ?
উত্তর: ভ্ৰূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে।
✹✹প্রশ্ন:৯
প্রসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখাে।
উত্তর: অক্সিটোসিন এবং রিলাক্সিন।
✹✹প্রশ্ন:১০
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় ?
উত্তর: প্রােল্যাকটিন।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment