[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
অ্যান্থার কাকে বলে ?
উত্তর: পুংকেশরের পুংদণ্ডের ওপর যে থলির মতাে অংশটি যুক্ত থাকে।
প্রশ্ন:২
সিনকারপাস গর্ভকেশর কী ?
উত্তর: গর্ভপত্রগুলি যখন পরস্পর সংলগ্ন থাকে। যেমন— Hibiscus।
প্রশ্ন:৩
বাইম্পােরাঞ্জিয়েট কী ?
উত্তর: মনােথিকাস পরাগধানীতে দুটি পরাগথলি থাকে, তাই একে বাইস্পােরাঞ্জিয়েট বলে।
প্রশ্ন:৪
ডিম্বক বৃন্ত কী ?
উত্তর: যে বৃন্তের সাহায্যে ডিম্বক অমরার সঙ্গে সংলগ্ন থাকে।
প্রশ্ন:৫
কারা মিলিত হয়ে সস্য গঠন করে ?
উত্তর: দুটি গৌণ নিউক্লিয়াস এবং একটি পুংগ্যামেট।
প্রশ্ন:৬
ডিম্বক কাকে বলে ?
উত্তর: ডিম্বকত্বক দ্বারা আবৃত অপরিপক্ক স্ত্রীরেণুস্থলীকে ডিম্বক বলে।
প্রশ্ন:৭
পুংদণ্ড কী ?
উত্তর: পুংকেশরের যে সরু অংশে পরাগধানী সংলগ্ন থাকে।
প্রশ্ন:৮
অ্যাপােকারপাস গর্ভকেশর কী ?
উত্তর: গর্ভপত্রগুলি যখন যুক্তভাবে অবস্থান করে। যেমন—Michelia।
প্রশ্ন:৯
গর্ভদণ্ড কাকে বলে ?
উত্তর: গর্ভকেশরের গর্ভমুণ্ড ও ডিম্বাশয়ের মাঝখানের সরু বৃন্তসদৃশ অংশ।
প্রশ্ন:১০
টেট্রাম্পােরাঞ্জিয়েট কী ?
উত্তর: ডাইথিকাস পরাগধানীতে চারটি পরাগথলি থাকে, তাই একে টেট্রাম্পােরাঞ্জিয়েট বলে।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
Comments
Post a Comment