পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্ন:১
গুরু গোবিন্দ সিং কে ছিলেন?✶✶✶প্রশ্ন:২
মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত?
মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত?
উত্তর: নানাসাহেব।
✶✶✶প্রশ্ন:৩
কলকাতায় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয় ?
কলকাতায় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৭৭৪ খ্রীস্টাব্দে।
✶✶✶প্রশ্ন:৪
কলকাতার সুপ্রিমকোর্টের প্রথম বিচারকের নাম কী?
কলকাতার সুপ্রিমকোর্টের প্রথম বিচারকের নাম কী?
উত্তর: স্যার ইলিজা ইম্পে।
✶✶✶প্রশ্ন:৫
সুতানুটি গ্রামে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বানিজ্যকুঠি স্থাপন করেন কে?
সুতানুটি গ্রামে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বানিজ্যকুঠি স্থাপন করেন কে?
উত্তর: জোব চার্নক ( ১৬৯০ খ্রি.)
✶✶✶প্রশ্ন:৬
কত খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি গ্রামের জমিদারি স্বত্ব লাভ করেন?
কত খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি গ্রামের জমিদারি স্বত্ব লাভ করেন?
উত্তর: ১৬৯৮(সাবর্ণ রায়চৌধুরীদের কাছ থেকে)
✶✶✶প্রশ্ন:৭
কোম্পানি কোন্ মোগল সম্রাটের কাছ থেকে ১৭৬৫ খ্রীস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল?
কোম্পানি কোন্ মোগল সম্রাটের কাছ থেকে ১৭৬৫ খ্রীস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল?
উত্তর: দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে।
✶✶✶প্রশ্ন:৮
ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি?
ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি?
উত্তর: সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
✶✶✶প্রশ্ন:৯
জোব চার্নক কোথায় বানিজ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন?
জোব চার্নক কোথায় বানিজ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন?
উত্তর: বাংলার উলুবেড়িয়াতে।
✶✶✶প্রশ্ন:১০
কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়?
কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়?
উত্তর: ১৬৯০ খ্রিস্টাব্দে।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment